শনিবার - মে ১৮ - ২০২৪

পহেলা ফাগুন

আজ ফাগুনের আগুন বুঝি লাগলো তরুণ মনে,
ঘর ছাড়া সব বাঁধন হারা ছুটছে পলাশ বনে।
কৃষ্ণচুঁড়ার রং মিশিয়ে হবে মিলন মেলা,
ফুলে ফুলে সাজবে সবে জমবে ভাবের খেলা।
বাসন্তী রং শাড়ি পড়ে খোঁপায় ফুলের বেনি,
তরুণ মনে ঢেউ জাগাবে কিশোরী তরুণী।
লাল মেরুনের পাঞ্জাবিতে সাজবে কিশোর তরুণ,
তরুণীদের দোলা দেবে মন করবে হরণ।
মল্লিকারা বাঁধন হারা ফিরবেনা আজ ঘরে,
প্রকৃতি তাই দ্বার খুলেছে মল্লিকাদের তরে।
তাদের মনের রং মিশিয়ে রঙ্গিন হবে ধরা,
বলবে তোরা আয় ছুটে আয় হয়ে বাঁধন হারা।
ছড়িয়ে দেব বাসন্তী রং আজকে সবার মনে,
ভালোবাসার সুর বাজবে দক্ষিণা সমীরণে।

- Advertisement -

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent