রবিবার - মে ১৯ - ২০২৪

আমার সারাটাদিন মেঘলা আকাশ


আমার সারাটাদিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমায় দিলাম…..
গত কয়েক দিন যাবত মন্ট্রিয়েলের তাপমাত্রা অস্বাভাবিক রকম উঠানামা করছে। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের বিরূপ প্রভাবে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা প্লাসের ঘরে! যা বিগত ২৫/৩০ বছরে এরকম ঘটনা ঘটেনি। এসময় তাপমাত্রা সবসময় ছিল মাইনাস ২৫ হতে ৩০ এর ঘরে।
সকাল হতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের পর দুপুরে কিছু সময় সামান্য বিরতি দিয়ে অনবরত তুষারপাত হচ্ছে।এরকম দুপুরে ছড়াকার মিহির কান্তি রাউৎ , সঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবুভাইসহ লাসিনে এসেছিলাম বাংলাভিশনের সাবেক সাংবাদিক সানজিদ আহমেদের বাসায়। অনেকদিন পর দেশীয় খাবারের প্রাচুর্য ছিল টেবিলজুড়ে। দুর্দান্ত ছিল গরুর মাংসের ঝুরা, আলুভর্তা, ইলিশ মাছের ডিমভুনা, টমেটোর চাটনী,ডিম ভর্তা, মশুরের ডাল ও গরম গরম সাদাভাত।
বিকেলে ছিল বারবিকিউ পর্বে চিকেন রোস্ট ও চা। অসাধারণ ছিল খাবারের আয়োজন। অনেক রাতে আড্ডা শেষ হলো শিল্পী মাহমুদুজ্জামান বাবুভাইয়ের কন্ঠে গান শুনে।
চমৎকার এ আয়োজন ও আড্ডার জন্য সানজিদভাইকে ধন্যবাদ দেয়া খুব সামান্য মনে হচ্ছে, অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent