রবিবার - মে ১৯ - ২০২৪

গ্যাসের দাম বাড়ছেই

নাগরিকদের মনে ভয় ধরাচ্ছে গ্যাসের মূল্য। গ্রেটার টরেেন্টা এরিয়ার (জিটিএ) গ্যাস স্টেশনগুলোতে রোববার লিটারপ্রতি গ্যাসের মূল্য ছিল ১ দশমিক ৫৪ ডলার থেকে ১ দশমিক ৫৮ ডলারের কাছাকাছি। তবে মূল কথা হচ্ছে, গ্যাসের দাম বেড়েঝে এবং আরও বাড়বে।

- Advertisement -

কানাডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন রোববার টরন্টোতে নিয়মিত জ্বালানির দাম দেন লিটারপ্রতি ১ দশমিক ৫৬ ডলার। এক মাস আগেও এর দাম ছিল ১ দশমিক ৪০ ডলারের নিচে। এছাড়া রোববার এর জাতীয় গড় মূল্য ছিল ১ দশমিক ৫২ ডলারের কাছাকাছি, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

কানাডিয়ান্স ফর অ্যাফোর্ডেবল এনার্জির প্রেসিডেন্ট গ্যাস গুরু ড্যান ম্যাকটিগ এক টুইটে বলেন, গ্যাসের দাম লিটারপ্রতি ১ দশমিক ৭৫ ডলারের দিকে যাচ্ছে। কারণ, জ্বালানি তেলের মজুদ এখন আশঙ্কাজনকভাবে কম।

তবে বছর শেষ হওয়ার আগেই গ্যাসের দাম লিটারপ্রতি ২ লিটারে পৌঁছে যাবে বলে মনে করছেন কেউ কেউ। জ্বালানি বিশেষজ্ঞ অ্যাডাম রোজেনকাইগ ন্যাশনাল পোস্টকে বলেন, ১৯৭০ সালের জ্বালানি সংকট ফিরে আসার আশঙ্কা দেখা দিচ্ছে।

কানাডাফুয়েলসডটসিএর তথ্য অনুযায়ী, জ্বালানির মূল্য নির্ধারণে চারটি বিষয় কাজ করে। এগুলো হলো অপরিশোধিত জ্বালানি তেলের খরচ, পাইকারী বিক্রয়মূল্য, খুচরা বিক্রয়মূল্য ও কর।

অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলারে পৌঁছেছে, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ এবং গত বছরের এই সময়ের দ্বিগুনের বেশি। ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, গ্যাসোলিনসহ জ্বালানি পণ্যের মজুদ গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্নে দাঁড়িয়েছে, যা গ্যাসোলিন পরিশোধনকারীদের মুনাফার হার স্বাভাবিক মৌসুমের চেয়ে বাড়িয়ে দিয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের দাম নির্ধারিত হয় সরবরাহ ও চাহিদার ভিত্তিতে। কোভিড-১৯ এর প্রকোপ কমতে থাকায় চাহিদা ব্যাপক হারে বেড়েছে।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent