রবিবার - মে ১৯ - ২০২৪

বিদায় রোজী আপা

একুশে রাত টকশো শেষে তোলাছবিতে আছেন ব্রতীর চেয়ারপার্সন শারমিন মুর্শিদ আপা আওয়ামী লীগের সংসদ সদস্য কবি কাজী রোজী আপা আমি ও বিএনপির সাবেক সংসদ সদস্য এডনেওয়াজ হালিমা অর্লি আপা

মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও কবি কাজী রোজী আপা’র সাথে অনেক স্মৃতি। পিআইডি, ধানমন্ডি, বইমেলা, একুশে টেলিভিশনে যখনই দেখা হয়েছে পরম মমতায় কাছে ডেকে নিয়েছেন। আমাকে খুব স্নেহ করতেন। প্রায় দিনই ফোনে দীর্ঘসময় কথা হতো, নানান বিষয় জানতে চাইতেন।
যখন জানতে পারেন আমি চলে যাচ্ছি, তখন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কেন বিদেশ চলে যাবে, চাকুরির জন্য কোথাও বলতে হবে কিনা বলো।
বলতে হবে না।
আমি যাচ্ছি কেন, আপা সবই জানতেন।
তবু্ও বারবার বলতেন, বিদেশ তোমার জন্য নয়। যাও কিন্তু শেকড়কে ভুলে যেও না। যতো দ্রুত পারো ফিরে এসো।’
২.
আপা যখন জাতীয় সংসদ সদস্য হলেন, এর কদিন পর ফোন করে বলেছিলাম, আপনি এখন এমপি, চারপাশে কত মানুষ, তাই আপনার সাথে আগামী ৫ বছর দেখা করবো না। যখন আপনি সাংসদ থাকবেন না তখন আবার দেখা করবো।’
আপা হেসে বলেছিলেন, পাগল ছেলে। তাহলে কি তোমার টকশোতে আসবো না?
অবশ্যই আসবেন। আমার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একজন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানাব।
তার মানে তোমার আপাকে ডাকবে না? ডাকবে একজন এমপিকে! আচ্ছা ডেকো।
৩.
আমি আমার কথা রেখেছিলাম। আপা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম আমার প্রযোজিত টকশো ‘একুশে রাত ‘ অনুস্টানে এসেছিলেন।
এর আগে তিনি বেশ ক’বার আমার প্রযোজিত লাইভ অনুষ্টান একুশে দুপুরে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন।
গত শনিবার রাতে আপা চলে গেলেন না ফেরার দেশে। খবরটি শোনার পর হতে ভীষণ মন খারাপ হয়ে আছে। অনন্তযাত্রায় ভাল থাকুন আপা।
( নীচের ছবিগুলো একুশে রাত টকশো শেষে তোলা।ছবিতে আছেন ব্রতী’র চেয়ারপার্সন শারমিন মুর্শিদ আপা, আওয়ামী লীগের সংসদ সদস্য কবি কাজী রোজী আপা , আমি ও বিএনপি’র সাবেক সংসদ সদস্য এড.নেওয়াজ হালিমা অর্লি আপা। )

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent