শুক্রবার - মে ১০ - ২০২৪

এয়ার টিকেটের দাম বাড়তে পারে

পুরো কানাডাজুড়েই গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম বাড়ছে, যা প্রত্যেক কানাডিয়ানের জীবনকেই প্রভাবিত করছে। নিত্যদিনের যাতায়াতের বাইরেও আপনার এয়ার টিকিট বাবদ ব্যয়কেও প্রভাবিত করতে পারে আকাশছোঁয়া জ্বালানিমূল্য।
ট্রিপসেন্ট্রালডটসিএর প্রেসিডেন্ট রিচার্ড ভ্যান্ডারলুব বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে এয়ার টিকিটেরও দাম বাড়বে। এ নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই এবং এটা ভ্রমণকে ক্ষতিগ্রস্ত করে। এয়ারলাইন্সগুলোর ব্যয় কাঠামোয় জ্বালানি বড় ধরনের বিষয়। এ কারণেই এর একটা প্রভাব সব সময়ই আছে।
ভ্যান্ডারলুবের মতে, এয়ার টিকেট আগেভাগে কেটে ফেলাই উত্তম। এক্ষেত্রে কী ঘটে তা দেখার জন্য অপেক্ষা করার মতো খেলা খেলার চেষ্টা করতে পারেন। তবে এই মুহূর্তে সেটা সম্ভবত ভালো সিদ্ধান্ত হবে না।
বিলম্ব না করে এখনই এয়ার টিকেট কেনার কথা বলেছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার পরিবহন বিদ্যা বিভাগের পরিচালক ডেভিড গিলেন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটির সডার স্কুল অব বিজনেসের অধ্যাপকও। তিনি বলেন, জ্বালানি এয়ার টিকেটের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। বিমান ভাড়া বাড়তে যাচ্ছে। বিমানে যাত্রার বিকল্প হতে পারে কারে ভ্রমণ। কিন্তু একই সমস্যা সেখানেও। জ্বালানির দাম বাড়তেই থাকবে বলে মনে করা হচ্ছে।
যে টিকেটটি আপনি কিনছেন সেটার মূল্য প্রদেয় অর্থের সমতুল্য কিনা কিনা সেটা নিশ্চিত হতে অনুল্লেখিত শর্তগুলো খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সডার স্কুল অব বিজনেসের মার্ক-ডেভিড সেইডেল।
ভ্যান্ডারলুবের মতে, জানুয়ারির শেষ দিকে এসে ভ্রমণের চাহিদা বাড়তে শুরু করে। সীমান্তে পরীক্ষার নিয়ম কানাডা শিথিল করায় চাহিদা কেবল বাড়ছেই। এটা খুবই অস্থিতিশীল পরিস্থিতি। মহামারির দিক থেকে দেখলে এটা ইতিবাচক। কিন্তু আবারও খারাপ কিছু যে ঘটতে পারে সেটা সবাই জানে।
মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ফলে ভ্রমণ চাহিদা বৃদ্ধি সত্ত্বেও এয়ারলাইন্সগুলোকে আরেকটি বাধা মোকাবেলা করতে হবে এবং তা হচ্ছে জ্বালানির উচ্চ মূল্য। গত প্রান্তিকে ওমিক্রনের ধাক্কা পোহাতে হয়ে ট্রানসাট কে। কিন্তু কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার বুকিং ঘুরে দাঁড়িয়েছিল। এটা টুর অপারেটরদের প্রধান নির্বাহীদের মধ্যে সতর্ক আশাবাদ তৈরি করলেও উদ্বেগ বাড়াচ্ছে আকাশছোঁয়া জ্বালানির মূল্য।
This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent