শুক্রবার - মে ৩ - ২০২৪

স্বাধীনতা এমনি এমনি রেডিওতে এক ঘোষণায় হঠাৎ ক’রে আসে না

ছবি হাশেম খান

স্বাধীনতা এমনি এমনি
রেডিওতে এক ঘোষণায় হঠাৎ করে আসে না।
স্বাধীনতার সূর্য হঠাৎ
কারো কথায় পূব আকাশে উদয় হয়ে হাসে না…
স্বাধীনতার যুদ্ধ হঠাৎ হয়নি শুরু,
সেটার জন্যে তেইশটা বছর লড়তে হয়েছিলো।
একাত্তরের সাতই মার্চে আনুষ্ঠানিক
লড়াই শুরুর চ্যালেঞ্জ একটা করতে হয়েছিলো…
সরওয়ার্দি উদ্যানে তা ঘটেছিলো,
তাই বলে তা খেলাধুলো ছিলো নাকি হাঁদা?
রেফারিটার হুঁইশেলে যার শুরু হবে!
মুক্তিযুদ্ধ ছেলের হাতের মোয়া নয় রে গাধা…
মুক্তিযুদ্ধ শুরু হলো নেতার কথায়
বজ্রকণ্ঠ সেই সে নেতা নয় তো আগন্তুক।
ইতিহাসের সঙ্গে ছিলেন ছায়া যেমন
একটি দেশের জন্ম দিতে প্রত্যয়ী উন্মুখ!
সাত কোটি লোক তাঁর ইশারায় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলো
মৃত্যু জেনেও দুঃসাহসী সামনে দু’হাত বাড়িয়েছিলো…
তাঁর কারণেই স্বাধীনতার সূর্যটাকে চিনেছিলাম।
তিরিশ লক্ষ প্রাণের দামে স্বাধীনতা কিনেছিলাম।
লক্ষ লক্ষ মায়ের বোনের সম্ভ্রম আর কান্না
তিরিশ লক্ষ শহিদ, তোমরা হিরে-চূনি-পান্না।
বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ার দান না…
স্বাধীনতা এমনি এমনি
রেডিওতে এক ঘোষণায় হঠাৎ করে আসে না,
স্বাধীনতার সূর্য হঠাৎ
কারো কথায় পূব আকাশে উদয় হয়ে হাসে না…

অটোয়া, কানাডা

- Advertisement -

 

- Advertisement -

Read More

Recent