মঙ্গলবার - মে ১৪ - ২০২৪

সন্ধ্যামনি


ছোট্ট বেলার একটি অতি পরিচিত ফুলের নাম সন্ধ্যামনি। পড়ন্ত বিকেলের শেষে ও সন্ধ্যা হতে না হতেই ফুল ফুটে যায়, তাই এর নাম সন্ধ্যামনি বা সন্ধ্যামালতী। সারারাতব্যাপী ফুলেরা থাকে প্রস্ফুটিত অমলিন, সূর্যের আলো পেলেই ফুলগুলো ঝিমিয়ে যায়। কিছু কিছু ফুলের রয়েছে স্নিগ্ধ ঘ্রাণ। এই ঘ্রাণের সাথে ছোট বেলার দিনগুলো যেন গেঁথে আছে মালার মতো। এই ফুল দিয়ে গেঁথেছি কত বিনি সুতার মালা। এই ফুলটির আদি নিবাস আমেরিকা ও পেরুর বনাঞ্চল। ছোট বেলায় একটাই রঙ দেখেছি ম্যাজেন্টা। এখন পাওয়া যাচ্ছে সাদা, লাল, কমলা, মেরুন এবং হলুদসহ বিভিন্ন বর্ণের ছটায়। সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এর একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে দেখা যায় যা সম্ভবত ক্রসিঙের জন্য হয়ে থেকে। রঙ্গের বেলায় বংশগতির কোন নিয়ম মানে না এই ফুল। ইচ্ছে মত বিভিন্ন রঙে সেজে থাকে এরা। বাংলাদেশে বর্ষাকাল ও শরৎকালে ফুলে ভরে যায় সন্ধ্যামালতী।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent