রবিবার - মে ১৯ - ২০২৪

নীলিমার প্রয়াণে

আমাদের তিন সন্তান অমিতাভ, অভিজিৎ ও অরিজিৎ ১৭ই এপ্রিল শ্রাদ্ধ-শন্তির প্রার্থনা ও প্রসাদ বিতরনের পর মাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মঞ্চে এসে নিজেরা এবং স্থানীয় শিল্পীবৃন্দ মিলে মায়ের কন্ঠে তারা যে সব গানগুলো শুনেছিল বা মায়ের পছন্দের গান গুলো গাওয়ার মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পন করে। নীলিমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বান্ধবী সাথী আহম্মেদ স্মৃতি চারণ করেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের “দুই বিঘা জমি” আবৃত্তি করেন। এখানে সেই অনুষ্ঠানের অংশ বিশেষ ভিডিও মাধ্যমে উপস্থাপন করা গেল। মঞ্চে যাওার আগে তারা মায়ের জীবনের উপর কয়েক মিনিটের একটি Film দেখায় Projecter এর মাধ্যমে, যেটি Edit এর অপেক্ষায় আছে , পরে Post করবো।( আগের দিন রাতে মঞ্চে নববর্ষের অনুস্ঠান ছিল Background সেটিই রয়ে গেছে , স্বল্প সময় এবং আমাদের ধৈর্য ও সামর্থের অভাবে তা পরিবর্তন করতে সক্ষম হইনি বলে ত্রুটি স্বীকার করছি)
শিল্পী- সুবাস দাস (আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে—)
অরিজিৎ দেবনাথ (ফাগুন হাওয়ায় হাওয়ায়———)
অরিজিৎ দেবনাথ(lead) , ঝুমুর, সুজান( Oh Sweet Lord)
সাথী আহমেদ আবৃতি ( দুই বিঘা জমি)
উমা কর ( তুমি নির্মল কর মঙ্গল করে————)
বিপ্লব কর্মকার ( আগুনের পরশ মনি ———-)
ইন্দ্রানী সেনগুপ্ত (আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে—-)
ইন্দ্রানী সেনগুপ্ত (lead),তপতী,অপর্ণা, ননী, সাথী
(সংকটের বিহ্বলতা নিজেরে অপমান——–)
অরিজিৎ দেবনাথ(lead) সুজান,ঝুমুর, অপর্ণা,সাথী
( ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়—-)
অনিরুদ্ধ ( তবলায় ধুন , ফুলে ফুলে ঢলে ঢলে—)একক
তবলা সঙ্গতে বিপ্লব কর্মকার।

- Advertisement -

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent