রবিবার - মে ১৯ - ২০২৪

পহেলা বৈশাখ

পুরোনো দিনের সুখ দুঃখের কিছু স্মৃতি নিয়ে শুর হলো আগামীর পথ চলা।
পহেলা বৈশাখ এলো মন সুখের জোয়ারে মেতে উঠলো।
লালপেড়ে শাড়ি কানের দুল লাল কাঁচের চুরি এ যেন কিশোরীর অপরূপ রূপ।
বাঙালি বর্ষবরণে করে নানা আয়োজনে,
জাতি ভেদাভেদ ভুলে গিয়ে যেন এক মন
পানতা ভাত আর ইলিশ মাছ রবে সকাল সাঁজে।
গ্রাম গঞ্জে শহর শহরে মেলা বসেছে,
খুশিতে দেশবাসী আনন্দে জোয়ারে মেতেছে।
প্রকৃতি যেন অপরূপ রূপে সেজেছে।
নতুন পোশাকে মুখে একটু হাসি নিয়ে।
জেগে উঠেছে নব আলোর দিশায় নব উদ্দীপনায়।
বাঙালির সংস্কৃতি উজ্জবীত হোক প্রতিটি সাল।
সেই খুশিতে হৃদয় ভরুক মাতুক বিশ্ববাসী।
গুন গুণ করে গেয়ে উঠুক বৈশাখের গান।
শুধু অপরূপ রূপে আনন্দে মুখরিত নয়,
সুন্দর জীবনের স্বপ্ন আর বেঁচে থাকার প্রত্যাশায়।
সুখী সুন্দর জীবন গড়ে উঠুক নিজ আত্মপরিচয়ে।
অস্তিত্ব থেকে যাক সুচিন্তি কর্মের মধ্যে।
বৈশাখীর ভোর,পাখির কিচিরমিচির করতালি,ভেসে আসা মেঘে,
ভাষাহীন নির্বাক ভাসা ভাসা ভেজা দুটে চোখ খুঁজবে একজন তুমি কে।
তবেই তো বুঝবে বৈশাখীর প্রেম।
প্রতিটি মানুষের যত দুঃখ কষ্ট জরা ক্লান্তি সব ধুয়ে মুছে যাক।
বার বার ফিরে আসুক নব রূপে আন্দের সর্বোচ্চে বৈশাখ।

- Advertisement -

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent