রবিবার - মে ১৯ - ২০২৪

নীলিমার কথা খুব মনে পড়ছিল

মেঝ শ্রীমান অভিজিতের বাসায় এসেছি , সকালে তার বাগানে পায়চারি করতে গিয়ে নীলিমার কথা খুব মনে পড়ছিল, এ রকম বাগানে গেলে ফুল এনে হাতে দিতাম বা মাথায় গুঁজে দিতাম , খুব খুশী হত। আজ ফুলদের সাথে কিছু কথা বিনিময় হল। সে কথার কলি কিছুটা ছন্দে প্রকাশের চেষ্টা করলাম।

- Advertisement -

ফুলদের সাথে ভাব বিনিময়

ফুলের কুঁড়িরা জড়াজড়ি, হেলিয়া দুলিয়া

বলছে আসছি এই গ্রীষ্মে, নিশ্চয়ই যাওনি ভুলিয়া।

টিউলিপরা বলছে,

আমরা এসেগেছি দেখ নয়ন মেলিয়া।

আমি ভাবি এ গ্রীষ্মে ফুলবনে বসি

গাঁথিব মালা কাহার লাগিয়া?

ফুলেরা বলে, গাঁথবে যে হার

সে নহে আর কারো উপহার।

যে অসীমে গিয়েছে, পিছে পিছে তোমার হৃদয়ে

সুর বেঁধে গেছে, বাজাবে সে সুর

তোমার প্রাণের বীণায়, হোক সে ক্ষীন তার।

তোমার ফুল হার উৎসর্গ হবে তারই নামে

এ তোমার অধিকার।

 

স্কারবোরো, টরন্টো, অন্টারিও

- Advertisement -

Read More

Recent