রবিবার - মে ১৯ - ২০২৪

ওল্ড ফেইথফুল

ছবিলতিফুল কবির

গণিতের উপর আস্থা আমার পনের আনা। জানি একদিন ইয়োলোস্টোন পার্কের তলায় গমগম করতে থাকা আগ্নেয়গীরি সবকিছু তছনছ করে দেবে। তা সত্ত্বেও মাটির তলার আগ্নেয়গীরি হঠাৎ করেই সাপের ফনার মতো ফোঁস করে উঠবে না, তেমন এক বিশ্বাস আছে বলেই বারবার ফিরে আসি ওল্ড ফেইথফুলে। সপ্তাহের কয়েকটা দিন কাটালাম ইয়োমিং আর মণ্টানার পাহাড়ঘেরা ছোট ছোট গ্রাম আর শহরে। ওয়াপিটি হচ্ছে তেমন একটা গ্রাম, সেখান থেকে কয়েক মাইল দূরত্বে ইয়োলোস্টোন জাতীয় পার্ক। দুটো রাত সেখানে কাটালাম মাটির কাছাকাছি। সাথে আমার বড় বোনের দুই ছেলে – কৌরব আর কুশল, আম্মা এবং বউ। ক্যালগারি থেকে ড্রাইভিং দূরত্বে সাড়ে দশ ঘণ্টার পথ, আমরা সকাল ৭টায় রওনা দিয়ে ওয়াপিটিতে পৌঁছলাম রাত ৯ টায়। পরদিন ইয়োলোস্টোন পার্ক। ভিডিওটা ওল্ড ফেইথফুলে তোলা।

ক্যালগেরি, কানাডা

- Advertisement -

Read More

Recent