রবিবার - মে ১৯ - ২০২৪

স্বার্থ নাই তো সম্পর্ক নাই


এখনকার সম্পর্কগুলি কেমন যেন মেকি আর স্বার্থভিত্তিক। স্বার্থ ছাড়া এখন আর খুব একটা সম্পর্ক হয় না। স্বার্থ নাই তো সম্পর্ক নাই, স্বার্থ আছে তো সম্পর্ক আছে। এই সম্পর্কগুলির স্থায়িত্ব তাই খুব সাময়িক।
তার পরেও এই সব সম্পর্ক নিয়ে সমাজে চলতে হয়। এছাড়া উপায় নেই।
সম্পর্কের মধ্যে গভীর টান, একে আপরকে অনুভব করার মধ্যে গভীরতা না থাকলে সেই সম্পর্ক কতদিনই বা টিকতে পারে? তবু মানুষ এই সব মেকি সম্পর্ক গুলি নিয়েই বেচে থাকে।
সম্পর্ক গড়া ভাংগা এখন কোন ব্যাপার না। নদীর এ কূল ভাংগে ওকূল গড়ার মতো এক সম্পর্ক ভাংগে তো আরেক সম্পর্ক গড়ে উঠে।
তবে আমি কারো সংগে নিজের স্বার্থ উদ্ধারের জন্য সম্পর্ক গড়েছি, এমন মনে পড়ে না। আমার স্বার্থ সিদ্ধির কিছু নেই। আমি সাধারণ খেটে খাওয়া মানুষের মতো। কোন উচ্চাকাঙ্খা নেই। কোন রকম প্রচার, পরিচিতিরও আমার দরকার নেই। তবে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি কিছু বিষয়কে প্রধান্য দেই।
কথা-বার্তায় ছল চাতুরীর আশ্র‍য় নেওয়া , মুখে এক কথা আর কাজে অন্যটা, কথা আর কাজের মধ্যে বিস্তত ব্যবধান , ভিতরে এক বাইরে অন্যরূপ, দ্বিচারিতা, ‘মুখে মধু অন্তরে বিষ’ রাতারাতি ভোল পাল্টানো ইত্যাদি বিষয়গুলি আমি কারো মধ্যে লক্ষ্য করলে আমি তার থেকে নিরবে সরে আসি।
এমন সম্পর্ক রাখার আসলেই কি অর্থ আছে?

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent