রবিবার - মে ১৯ - ২০২৪

স্বপ্নপর্ব ৩

ছবি জাভারাথ

অতি প্রত্যুষে দূর থেকে আবদুর রশীদ পাটোয়ারী দেখেন যে, তাঁর এপার্টমেন্ট ভবনের সামনের রাস্তা লোকে লোকারন্য। এম্বুলেন্স, পুলিশের গাড়ি, টিভি চ্যানেল, সাংবাদিক, দোকানদার, ঝাড়–দার, গোয়েন্দা, উৎসুক মানুষের ভিড় সব মিলিয়ে যেন একাকার পুরো এলাকা। কী হচ্ছে কিছুই বোঝার উপায় নেই। তবে একটা কিছু যে হয়েছে তা নিশ্চিত। এই ভিড় ঠেলে ওদিকে না যাওয়াই সাবস্ত করেন আবদুর রশীদ পাটোয়ারী।
একজন পথচারীকে তিনি এগিকে আসতে দেখে তাঁর উদ্বেগ কিছুটা কমে যায়।
কি হয়েছে ওখানে? জানতে চাইলেন রশীদ পাটোয়ারী।
এমন কিছু না। ও বাড়ির এক সাহেব গুম হয়েছেন।
বলেন কি ! কি নাম তার জানেন?
আমি ভাই অতোশত জানি না। তবে শুনলাম, সাহেব কাল সন্ধ্যায় মুরগী নিয়ে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। গুম হয়ে গেছেন।
কারা তাকে গুম করল শুনেছেন কিছু ?
কাল সন্ধ্যার একটু পরে কালো মাইক্রোবাসে সাদা পোষাকে ছয়জন লোক তাঁকে অই বাড়ির সামনের থেকে তুলে নিয়ে গেছে। পাশের এপার্টমেন্টের বারান্দা থেকে মিজান নামে একজন সব দেখেছে। সবার হাতে তাক করা ছিল আগ্নেয়া¯্র।
কী ভয়ংকর!

আবদুর রশীদ পাটোয়ারী এখন বারান্দার দোল চেয়ারে বসে স্মরনে আনার চেষ্টা করছেন যে, কারা তাঁকে গুম করলো! কিংবা গতকাল সন্ধ্যার পর আদৌ তিনি গুম হয়েছিলেন কিনা!

- Advertisement -

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent