রবিবার - মে ১৯ - ২০২৪

বিদায় আন্টি


মাঝরাতে বাসায় ফিরে দুঃসংবাদটি পেলাম তিন্নির ফেসবুকে। বিশ্বাস করতে পারছিলাম না, শর্মিলী আন্টি নেই!
omg! Cann’t believe yet.
আন্টির সাথে অনেক স্মৃতি। আমার প্রযোজিত লাইভ অনুষ্ঠান একুশের দুপুর, একুশের সন্ধ্যায় তিনি বেশ ক’বার অতিথি হয়ে এসেছেন। প্রতিবারই অনুষ্ঠান শেষে দীর্ঘ আলাপচারিতা হয়েছে।
২০০৭ /৮ সালের কোন এক ঈদের অনুষ্ঠানেও অতিথি হয়েছেন । আমার একটি নাটকেও অভিনয় করার কথা ছিল। শ্যুটিংয়ের দুইদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই কাজটি করতে পারেননি। তিনি নিজেই ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন। একুশে টেলিভিশনের স্টুডিও, মেকাপ রুম, আমাদের অনুস্টান বিভাগের ফ্লোর ও আমার রুমে বসে কিংবা আতিক স্যারের রুমে বসে কত কথা, কত গল্প করেছেন। সুঅভিনয় শিল্পী শুধু নন, তিনি মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাকে খুব স্নেহ করতেন। একুশে টেলিভিশন ছেড়ে আসার পর সব সময় খোঁজ খবর নিয়েছেন। সবই এখন স্মৃতি।
বিদায়, আন্টি।পরপারে ভাল থাকবেন।

মন্ট্রিয়ল, কনাডা

- Advertisement -

Read More

Recent