রবিবার - মে ১৯ - ২০২৪

কুইবেকের নির্বাচনে আগ্রহ অনেকের

২২ মে ২০২২ জনপ্রিয় জরিপ প্রতিষ্ঠান লেজার পরিচালিত সমীক্ষায় ফ্রাঁসোয়া লেগোর সিএকিউ ৪৬ শতাংশ জন সমর্থন নিয়ে এককভাবে নিরাপদ দূরত্বে এগিয়ে আছে

প্রতিবেশী অন্টারিও প্রদেশের নির্বাচন চলাকালে ঘুম ছিলোনা মন্ট্রিয়ল প্রবাসী অনেক বাংলাদেশীর চোখে। বাঙালি স্বভাবগত ভাবে নির্বাচনমূখী। ছোটখাটো আঞ্চলিক সমিতির নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া বাঙালির প্রিয় কাজ। লাইনে না দাঁড়ালে নাকি ভোট দেয়ার মজাই নষ্ট! মন্ট্রিয়ল প্রবাসী বাংলাদেশী-ক্যানাডিয়ানরা এবার উন্মুখ হয়ে আছেন ৩ অক্টোবর নির্বাচনের দিকে। অবশ্য নির্বাচন কমিশন চাইলে এ নির্বাচন দু’চারদিন আগেও হতে পারে। তবে এদিনের পরে করা যাবেনা। এটি কুইবেকের নির্বাচনী আইন। শিগগিরই হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হবে ক্ষমতার পালাবদল। তবে পালাবদলে কি বর্তমানরাই আবার চেয়ার ছেড়ে উঠে ঐ চেয়ারে আবার বসবেন? নাকি যাঁরা গেলো চার বছর বিরোধী আসনে বসে সরকারের কঠিন সমালোচনা করেছিলেন, তাঁরা কেউ ট্রেজারিতে বসবেন?

অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে মন্ট্রিয়ল প্রবাসী বাংলাদেশীদের কৌতুহলের বড়ো কারণ ছিলো ডলি বেগম। এনডিপি থেকে স্কারবরো দক্ষিণপশ্চিম রাইডে আগেরবার এমপিপি নির্বাচিত হয়েছিলেন। আবার হতে পারবেন কিনা তা নিয়ে ছিলো ব্যাপক উৎসাহ। বাংলাদেশী-ক্যানাডিয়ানরা বেশ ঐক্যবদ্ধ থেকে তাঁর প্রচারে নেমেছিলেন। অন্যদলের সমর্থক কিংবা সদস্য হওয়া সত্ত্বেও ডলির প্রতি সবার মনোভাব ছিলো ইতিবাচক। মন্ট্রিয়ল আইল্যান্ড এবং এর আশেপাশে বাংলীদেশী কমিউনিটির ভেতর থেকে সম্ভাবনাময় শক্তিশালী প্রার্থী আপাতত নেই। তবু এ নির্বাচন ঘিরে  কমিউনিটির মানুষের আগ্রহের শেষ নেই। বিভিন্ন দলের মেনিফেস্টো দেখছেন। তাঁদের দলীয় আদর্শ দেখছেন। অতি জাতীয়তাবাদী দলগুলির ব্যাপারে অভিবাসী মানুষের ভীতি এখানে লক্ষণীয়। তাই ভোট দানের ব্যাপারে অন্যান্য প্রদেশের অভিবাসী ভোটারের তুলনায় কুইবেকের অভিবাসী ভোটাররা অনেক বেশী সতর্ক। রাজনৈতিক ক্যাটাগরিতে এখানকার দলগুলো অন্যান্যদেশের রাজনৈতিক দলের মতো মধ্যম, ডান, বামপন্থী অথবা এগুলোর সমন্বয়ে মিশ্র ক্যাটাগরিতে বিভক্ত। রিপোর্টে দেয়া টেবিল বিশ্লেষণ করলে দলগুলির অবস্থান স্পষ্ট করা সম্ভব হবে।

- Advertisement -

দলীয় আদর্শের দিক থেকে বর্তমান ক্ষমতাসীন পার্টি  সিএকিউ (কোয়ালিশন আভেনির কুইবেক) কুইবেকোয়া জাতীয়তাবাদে বিশ্বাসী রক্ষণশীল ঘরানার দল। সাম্প্রতিক জরিপে ক্ষমতায় ফিরে আসার দৌড়ে তাঁরা এখনো এগিয়ে। তাঁদের পিছু হাঁটছে লিবারেল পার্টি। কুইবেক রাজনীতিতে ফেডারেলিজম ও ইকোনোমিক  লিবারেলিজমে বিশ্বাসী একমাত্র দল। কুইবেক কনজারভেটিভ ফেডারেলিজমে বিশ্বাসী হলেও অর্থনীতির ক্ষেত্রে উদার সাম্যের নীতি বিশ্বাস করেনা। তবে জরিপের আগাম ক্ষমতায়ন তালিকায় কনজারভেটিভ তিন নম্বরে আছে।

২২ মে ২০২২ জনপ্রিয় জরিপ প্রতিষ্ঠান লেজার পরিচালিত সমীক্ষায় ফ্রাঁসোয়া লেগোর সিএকিউ ৪৬ শতাংশ জন সমর্থন নিয়ে এককভাবে নিরাপদ দূরত্বে এগিয়ে আছে। অনেকটা পিছিয়ে পড়ে ডোমিনিক এ্যাঙগ্লেডের নেতৃত্বাধীন লিবারেল পার্টির জনপ্রিয়তা মাত্র ১৮ শতাংশ।  এরিখ দুহেইমের কনজারভেটিভ বেশ কাছেই আছে। তাঁর দলের জন সমর্থন ১৪ শতাংশ। তবে এককালের দাপুটে পার্টি কুইবেকোয়া ক্রমশ দূরে সরে গেছে জন সমর্থনে। জনপ্রিয়তায় পিরামিডে তলার দিকে অবস্থান। মাত্র ৮ শতাংশ। এরচে কুইবেক সলিদেয়ার ভালো অবস্থানে। লেজার জরিপে তাঁদের ভোট ১৩ শতাংশ।কিন্তু ১০ জুন ২০২২ মেইনস্ট্রিট জরিপ সংস্থার হিসাব একটু অন্যরকম। সিএকিউ একটুখানি  পেছানো। জনপ্রিয়তা ৩৯ দশমিক ৯ শূন্য। লিবারেল আগের তুলনায় সামান্য এগিয়ে ২০ দশমিক ৮ শূন্য। কনজারভেটিভ ১৬ দশমিক ৬ শতাংশ। সলিদেয়ার ১২ দশমিক ৩  শতাংশ। পার্টি কুইবেকোয়া মাত্র ৮ দশমিক শূন্য ৩ শতাংশ।

দুটি জরিপে অংশগ্রহন ছিলো যথাক্রমে ১০১৯ এবং ১৪০৪ জন বৈধ ভোটারের।

- Advertisement -

Read More

Recent