রবিবার - মে ১৯ - ২০২৪

প্রকৃতিদেব সুপ্রসন্ন


প্রতি বছর সবজি বাগানে দুজন
দেখেছি কচি পাতায় হাওয়ার দোল
নুয়ে নুয়ে যেত বর্ণাট্য যত ফুলদল
সাথে ভ্রমরের গুঞ্জন,
আমাদের পরিচর্যা, কিছু কথা কিছু কাজ
তার চাইতেও অধিক সাধের গিন্নির কাঁকনের আওয়াজ
সময় অসামান্য, হৃদয় ছিল সুপ্রসন্ন।
আজ গিন্নি প্রয়াত, আমি বাগানে যাই একা
প্রায়শ মন বলে আমি বিষন্ন,
হয়নি বাগানে মনযোগ, সুরক্ষা প্রতিপালন,
কাটিয়েছি বিলাসে কিছুদিন
পর্তুগাল-লাসভেগাস-অস্টিন ভ্রমন
সাধের বাগান ছিল অবহেলিত, অযতন
তবু প্রকৃতিদেব হননি মনক্ষুন্ন
তিনিতো দয়ার সাগর, জানেন সবই
‘ননীগোপাল বিড়ম্বিত’ ভগ্ন হৃদয়, যদিও বাগান তার প্রাণ
তাই উপহার দিয়েছেন অযতনের মাঝেও
বেশকিছু অমূল্য ধন,
হে প্রকৃতি! আমি আজ ধন্য ধন্য।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent