রবিবার - মে ১৯ - ২০২৪

পাঁচটি পদক্ষেপে ক্যানাডার ভিজিট ভিসা

ছবি জেসন হাফসো

পাঁচটি পদক্ষেপ নিলে ক্যানাডার ভিজিট ভিসার আবেদন শক্তিশালী হবে। যারা মনে করে স্বঘোষিত কনসালটেন্ট কিংবা কনসালটেন্টের অভিনয়কারী ছদ্মবেশী প্রতারকদের তথাকথিত ৫-১০ মিনিটের ফ্রি পরামর্শ পেলেই ক্যানাডা চলে আসবে, কিংবা চুপি চুপি কোন রকম ডকুমেন্ট ছাড়া তাদেরকে কয়েক লাখ টাকা দিলেই তিন মাসের মধ্যে ক্যানাডায় থাকবে তারা বোকার স্বর্গে বাস করে এবং তাদের মধ্যে লোভ বিরাজমান। বাংলাভাষী ছদ্মবেশী প্রতারক ইউটিউবার বিদ্যমান যে বা যারা নিজেরা কোনদিনই ক্যানাডা আসার যোগ্যতা রাখে না কিন্তু লোভী মানুষগুলোকে ঠিকই ফাঁদে ফেলতে সমর্থ হয়। এদের চ্যানেলে আবার হাজার হাজার মানুষ সাবস্ক্রাইবও করে। কি লজ্জা, আর কি অজ্ঞতা! একজন ছদ্দবেশী প্রতারকের চ্যানেল সাবস্ক্রাইব করা মানে পরোক্ষভাবে তার অপকর্মের শরিক হওয়া এবং গুনাহর ভাগীদার হওয়া। ভিজিট ভিসা কিংবা যে কোন প্রোগ্রামে ক্যানাডা আসতে চাইলে, ঠান্ডা মাথায় ক্যানাডার সরকারের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে পর্যাপ্ত পড়াশুনা করুন। প্রয়োজনে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট অর্থাৎ RCIC এর সাথে ইনিশিয়াল কনসাল্টেশন সেশনে বসে কিভাবে আপনার যোগ্যতা অনুযায়ী কোন প্রোগ্রামে সফল হতে পারেন সেই কর্মপরিকল্পনা ভালো করে বুঝে নিন, খাতায় টুকে নিন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে আবেদন করুন। ক্যানাডা সরকার এই RCICদের প্রশিক্ষণ দিয়ে, কঠিন পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে লাইসেন্স দেয় দুনিয়াময় ইমিগ্র্যান্টদের এই সেবাটি দেবার জন্যই। RCIC মৌলি তাসনুভার এমন অনেক ইনিশিয়াল কনসালটেশান ক্লায়েন্ট আছেন যারা একটি জুম মিটিং করেই ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর নিজেরা আবেদন করে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবেই মাত্র ৫/৭ হাজার টাকা নিজের জন্য বিনিয়োগ করে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট এর সাথে একটি ইনিশিয়াল কনসালটেশন সেশন অ্যাটেন্ড করে পুরো ব্যাপারটা নিজে বুঝে তারপর নিজেকে সময় দিয়ে প্রস্তুত করলে আপনি দুই ভাবে লাভবান হতে পারেন: এক, প্রতারকের খপ্পরে পড়ে ৮/১০ লাখ টাকা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন, দুই, পুরো প্রক্রিয়া বুঝে নিজে সবকিছু প্রস্তুত করলে করতে পারলে পরবর্তীতে সেই প্রোগ্রামের জন্য কোন RCIC এর Retained Client হবারও (অর্থাৎ আপনার প্রতিনিধি হিসেবে ক্যানাডা সরকারের কাছে আবেদনপত্র জমা দেয়া) প্রয়োজন পড়বে না বেশিরভাগের বেলায়। সবশেষে বলতে চাই, ক্যানাডার কোন ভিসা আপনি কোনদিন পয়সা দিয়ে পাবেন না। আবার আপনার প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা থাকলে এবং নিজে প্রোগ্রাম বুঝলে কাউকে টাকা পয়সা না দিয়েই (সরকারের আবেদন ফি ব্যতীত) ক্যানাডায় চলে আসতে পারেন। আল্লাহ্ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন।

এডমন্টন, আলবার্টা

- Advertisement -

Read More

Recent