রবিবার - মে ১৯ - ২০২৪

১৫ আগস্টের কাব্যকথা

আজ লোকালয়ে, অরীক্ষে, বিশ্বচরাচরে
হচ্ছে প্রবাহিত কষ্টের এক দীর্ঘশ্বাস।
কেবলই ধ্বনিত হচ্ছে হায়, হায়, হায়!
এমন নির্মম-নৃশংস ঘটনা তো
সৃষ্টির প্রথম লগ্ন থেকে এই প্রথমবারের
মত অবলোকন করছে মানবকুল,
আকাশ, বাতাস, মৃত্তিকা আর বিশ্বচরাচর।
আগস্ট ১৫তে বিশ্ব স্নাত হয়
মহাসাগর সম অশ্রুজলে।
এই দিনে বাঙালির আর জগতের
মুক্তি-সংগ্রামের মহানায়ক হয়েছেন
নিহত তাঁর আপন গৃহে বিশ্বের ঘৃণ্যতম
হন্তারকদের আগ্নেয়াস্ত্রে সপরিবারে।
হায়, হায়, হায় বাঙালির মুক্তিত্রাতা,
জগৎ-সেরা মহামানব শেখ মুজিব
হলেন নিহত সপরিবারে আপন নিবাসে।
তবুও এই অশেষ মৃত্যুঞ্জয়ী বীর, আমাদের
আর উত্তরসূরিদের আলো হাতে পথ দেখিয়ে
চলেছেন এই মহামারির দুঃখের দিনেও।
হে মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু তোমারই
হয়েছে জয়।
তুমি অশেষ-মৃত্যুঞ্জয়ী হয়ে থাকবে অনাগত
কালের বাঙালি ও বিশ্বমানবের কাছে।
তোমার নেই কোন লয়, নেই কোন ক্ষয়।
তুমি মহিমান্বিত করেছ দেশ ও জগৎ-সংসারকে

- Advertisement -

Read More

Recent