মঙ্গলবার - এপ্রিল ৩০ - ২০২৪

কবীর সুমনের কনসার্টের জন্য নতুন ভেন্যু চূড়ান্ত

ঢাকায় কবির সুমনের কনসার্টের জন্য নতুন ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ পিপহোল। শনিবার থেকে সোমবার (১৫-১৭ অক্টোবর) তিন দিন রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গান শোনাবেন ওপার বাংলার এই খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার ও লেখক।

- Advertisement -

তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ। তিনি বলেছেন, ‘আমদের মিটিং হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গাইবেন কবির সুমন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে অনুমতিও মিলেছে।’

দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার ঢাকায় এসেছেন কবীর সুমন। ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিন দিনব্যাপী গাইবেন তিনি। তিন দিনের টিকিট বিক্রিও শেষ। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শাহবাগের জাতীয় জাদুঘরে। কিন্তু শেষ মুহূর্তে সেখানে অনুষ্ঠানটির অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কারণ হিসেবে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জাদুঘরের মতো কি–পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, আমরা তা বিবেচনা করব।’

অবশেষে ‘তোমাকে চাই’-এর ৩০ বছর উদ্‌যাপন অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটকে চূড়ান্ত করা হলো। সেখানে শনিবার আধুনিক বাংলা গান, রবিবার খেয়াল এবং সোমবার ফের আধুনিক বাংলা গান গাইবেন কবীর সুমন। টিকিট শেষ হয়ে যাওয়ায় স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে আয়োজক কর্তৃপক্ষ।

কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালে। এরপর অভিমানে আর আসেননি। শোনা যায়, ২০০৯ সালের অক্টোবরে তিনি যখন এসেছিলেন, সে সময় তার গানের প্রোগ্রাম ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। কিন্তু সেখানে গান গাইতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে অনুষ্ঠান না করেই কবীর সুমন ফিরে যান কলকাতায়।

সেই অভিমান চেপে রেখেই এক যুগের বেশি সময় কবীর সুমন ঢাকায় আসেননি বলে গুঞ্জন।

ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে গায়ক নাকি বলেছিলেন, তিনি আর কোনো দিন বাংলাদেশে আসবেন না। যদিও কবীর সুমন সম্প্রতি জানান, কোনো অভিমানের কারণে নয়, গত এক যুগে নাকি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণই জানানো হয়নি। অবশেষে তিনি এলেন। সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Read More

Recent