শনিবার - জুলাই ২৭ - ২০২৪

তৌফিক ইসলামিক সেন্টারের ঘটনার তদন্ত চলছে

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওয়েস্টন রোড ও ওক স্ট্রিটের ওই মসজিদে হেট ক্রাইমের খবর পায় তারা হাইওয়ে ৪০১ এর দক্ষিণে এটির অবস্থান

নর্থ ইয়র্কের তৌফিক ইসলামিক সেন্টারে গ্রাফিতির ঘটনার তদন্ত চলছে। টরন্টো পুলিশ ঘৃণাত্মক বার্তা হিসেবে আখ্যায়িত করেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওয়েস্টন রোড ও ওক স্ট্রিটের ওই মসজিদে হেট ক্রাইমের খবর পায় তারা। হাইওয়ে ৪০১ এর দক্ষিণে এটির অবস্থান।

- Advertisement -

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে দুজন সন্দেহভাজন মসজিদ ভবনে পেইন্টেড গ্রাফিতি স্প্রে করে। এরপর সন্দেহভাজনরা পায়ে হেঁটে ওক স্ট্রিট ধরে পূর্ব দিকে পালিয়ে যায়।

টরন্টোর পুলিশপ্রধান মায়রন ডিউকিউ এক টুইটে এ ঘটনার নিন্দা জানান। পুলিশ একে ঘৃণাপ্রসূত ঘটনা বলে ধারণা করছে। পুলিশপ্রধান বলেন, আমরা সম্ভাব্য সব হেট ক্রাইমের তদন্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এবং কোনো ধরনের ঘৃণাত্মক কার্যকলাপ ঘটলে তা পুলিশকে জানানোর অনুরোধ করছি।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ডেপুটি মেয়র জেনিফার ম্যাককেলভিও। এক টুইটে তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসে এ ধরনের ঘটনায় আমি সত্যিই বিরক্ত। মসজিদ হচ্ছে শান্তির জায়গা, যেখানে মুসলামানরা জড়ো হয়ে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবেন। আমাদের নগরীতে যেকোনো ধরনের ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি গর্ব বোধ করি। আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা জানাতে চাই যে, ঘৃণাত্মক কোনো কাজ আমরা বরদাশত করবো না। আমরা চাই সব ধর্মের মানুষ নগরীতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করুক।

ঘটনার প্রত্যক্ষদর্শী অথবা ওই সময় এলাকাটিতে গেছেন এমন কেউ এবং ড্যাশ ক্যামেরার ফুটেজ থাকলে তাদেরকে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে টরন্টো পুলিশ।

- Advertisement -

Read More

Recent