রবিবার - মে ১৯ - ২০২৪

কানাডায় বাড়ির দাম বাড়ছে

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কানাডায় বাড়ির দাম ২০২২ সালের একই প্রান্তিকের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে রয়্যাল লাপেজ

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কানাডায় বাড়ির দাম ২০২২ সালের একই প্রান্তিকের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে রয়্যাল লাপেজ। সশোধিত এই পূর্বাভাসের অর্থ হলো প্রত্যাশার আগেই কানাডার প্রধান প্রধান আবাসন বাজারের কার্যক্রম শক্তিশালী হচ্ছে।

এই প্রাক্কলনে রিয়েল এস্টেট কোম্পানিটির হাউস প্রাইস সার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে এব বৃহস্পতিবার তা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

কানাডায় সাধারণ একটি বাড়ির দাম সর্বোচ্চে পৌঁছায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সময়ের পরিক্রমায় বাড়ির দামের জাতীয় গড় ৮ দশমিক ৯ শতাংশ কমে। এমনটাই বলছে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন।

সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কানাডায় বাড়ির দাম আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ কমেছে। তবে প্রান্তিকভিত্তিতে বাড়ির মোট দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

কানাডার বৃহৎ তিন নগরীর উপাত্ত অনুযায়ী, ২০২২ সালের চতুর্থ প্রান্তিক ও ২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত সময়ে বাড়ির মোট দাম বেড়েছে। এই সময়ে টরন্টোতে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া মন্ট্রিয়ল ও ভ্যানকুভারে প্রান্তিকভিত্তিতে দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে বাড়ির দাম।

বাড়ির ধরন হিসেবে সিঙ্গেল ফ্যামিলি ডিটাচড হোমের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। বর্তমানে এ ধরনের বাড়ির দাম দাঁড়িয়েছে ৮ লাখ ৮ হাজার ৭০০ ডলার। কন্ডোমিনিয়ামের গড় দাম ৬ দশমিক ৭ শতাংশ কমে বর্তমানে ৫ লাখ ৭ হাজার ৭০০ ডলারে এসেছে।

- Advertisement -

Read More

Recent