রবিবার - মে ১৯ - ২০২৪

নীল অশ্রু

ছবিড্যানিলি লেভিস পলিসি

হঠাৎ করে দেখলে মনে হতেই পারে রূপকথার কোনো নদী বা সমুদ্র। হাতের ছোঁয়ায় জাদুকরী আলো জ্বলে উঠছে। কিন্তু না, রূপকথা নয় বাস্তবের দুনিয়ায় ঘটছে এমন। আপনার হাতটা সমুদ্রের পানিতে ছোঁয়ালেই জ্বলে উঠছে আলো। এমনকি সমুদ্রের ঢেউয়ের আঘাতে, বা একটি কাঠি দিয়ে পানিটা নেড়ে দিলেই বা অন্য কোনো কিছু দিয়ে পানিতে আঘাত করলেই আলো জ্বলে উঠছে। তাইওয়ানের ম্যাটসু (Matsu) নদীতে প্রতি গ্রীষ্মে এই দৃশ্যের অবতারনা হয়। মালদ্বীপেরও কোনো কোনো জায়গাতে এমন দেখা যাচ্ছে। জানা যাচ্ছে এক ধরণের গ্লোইং শৈবালের কারণে ঘটছে এমন ঘটনা। এর নাম দেয়া হয়েছে ব্লু টিয়ারস (Blue Tears) যার অর্থ দাঁড়ায় নীল অশ্রু। দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে এখানে আসেন প্রাকৃতিক এই দৃশ্য উপভোগ করার জন্য।
বিজ্ঞানীরা বলছেন, ব্লু টিয়ারস এর অবতারনা হয় স্পেশাল এক ধরণের গ্লোইং এলগির কারণে যার বৈজ্ঞানিক নাম Noctiluca scintillans। National Taiwan Ocean University’s Center of Excellence for the Oceans এর একজন পরিচালক এর মতেও এক ধরণের গ্লোইং এলগির কারণে এই আলোর সৃষ্টি হয় এবং এতে ভয় পাওয়ার মত কোনো ব্যাপার নেই। অন্যদিকে কর্নেল বায়োলোজিস্ট প্রফেসর জেমস মরিনের মতে যে জীবন্ত প্রানীর কারণে মালদ্বীপে এই আলো ছড়াচ্ছে তার নাম “Ostracod crustaceans”। যদিও কিছু মানুষ এদেরকে প্লাঙ্কটন বলে ভুল করছেন।
তাইওয়ানের ম্যাটসুই একমাত্র জায়গা নয় যেখানে এই পানির আর আলোর খেলা চলছে। এই ক্ষুদে জীবন্ত প্রাণীরা এমন অদ্ভূত খেলা খেলে আনন্দ দিয়ে যাচ্ছে পৃথিবীর আরও অনেক জায়গাতে। পোরটারিকো, থাইল্যান্ড, মালদ্বীপ, জামাইকা, বেলজিয়াম এবং ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে এই একই ঘটনা ঘটে চলেছে।
- Advertisement -

Read More

Recent