শুক্রবার - জুলাই ২৬ - ২০২৪

বন জ্বলছে

বনে আগুন লাগা স্বাভাবিক এখানেতবে এত তাড়াতাড়ি সাধারনত আগুন লাগে না কিন্ত এবারের গরম অস্বাভাবিক বসন্তে ত্রিশ বত্রিশ ডিগ্রী সেলসিয়াস এমনটা দেখিনি ছবিরেড ক্রস

জ্বলছে বন দাউদাউ করে হেক্টরের পর হেক্টর। পশু, পাখি কোথায় পালাচ্ছে, কোথায় খুঁজে পাচ্ছে নিরাপদ আশ্রয়। বনভূমির জ্বলন্ত আগুনের ছাই উড়ে যাচ্ছে শত শত মাইল দূরে। ঘিরে ফেলেছে কালো ছায়া সাজানো নগর।

আটমাস শীতের শেষে মানুষ কেবলই হাত পা ছড়িয়ে আনন্দে আরামে বাইরে বেরুতে শুরু করেছিল।

- Advertisement -

তখনই আবার সর্তক করা হচ্ছে ঘরে থাকো, ঘরে থাকো।

বাইরে ঘিয়ে অসুস্হ হয়ো না। অনেকেই অসুস্হ হয়ে পরছে, বাচ্চা, বয়স্ক এবং অসুস্থ মানুষ।

শ্বাস কষ্ট, ফুসফুস আক্রান্ত কার্বনডাই-অক্সাইড ছাই ভরা বাতাসে শ্বাস নিয়ে।

অনেক বাইরের অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে সাময়িক ভাবে।

নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়ার আকাশ এতটাই অন্ধকার হয়েছে, প্লেন উড়া বাতিল করা হয়েছে।

অনেকেই খোঁজ নিচ্ছে কেমন আছি আমরা।

আমরা আসলে ভালো আছি। তেমন দূর্যোগের ঘনঘটা দেখিনি।

আকাশ পরিস্কার আছে মাথার উপর।

বনপুড়া ঘ্রাণও পাইনি। তবে সতর্ক আছি।

আকাশে আজ অনেক মেঘ জমেছে। কাল পরশু বৃষ্টি আসবে, ধূয়ে পরিচ্ছন্ন করবে প্রকৃতি।

বনে আগুন লাগা স্বাভাবিক এখানে।তবে এত তাড়াতাড়ি সাধারনত আগুন লাগে না। কিন্ত এবারের গরম অস্বাভাবিক। বসন্তে ত্রিশ বত্রিশ ডিগ্রী  সেলসিয়াস এমনটা দেখিনি ।

কত কিছুই নতুন দেখতে হচ্ছে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে।

- Advertisement -

Read More

Recent