রবিবার - মে ১৯ - ২০২৪

ট্রানজিটে বিপত্তি বাধাচ্ছে সাপ

সাম্প্রতিক সময়ে অটোয়ার লাইট রেল ট্রানজিট সিস্টেমে যে বিঘ্ন তার কারণ ছিল একটি ট্রেনের ওপর সাপ এর ফলে হার্ডম্যান স্টেশনের পূর্বমুখী প্ল্যাটফরমটি শুক্রবার এক ঘণ্টার বেশি সময় অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়

সাম্প্রতিক সময়ে অটোয়ার লাইট-রেল ট্রানজিট সিস্টেমে যে বিঘ্ন তার কারণ ছিল একটি ট্রেনের ওপর সাপ। এর ফলে হার্ডম্যান স্টেশনের পূর্বমুখী প্ল্যাটফরমটি শুক্রবার এক ঘণ্টার বেশি সময় অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়। কারণ, ওসি ট্রান্সপো কর্মী ও যাত্রীরা সাপটি খুঁতে ব্যস্ত ছিলেন।

সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে ওসি ট্রান্সপো এক টুইটে জানায়, একটি জীবন্ত প্রাণীকে উদ্ধারের জন্য প্ল্যাটফরমটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। রাত ৮টা ৫৬ মিনিটে বিষয়টির সমাধান হয় বলে কর্তৃপক্ষ ঘোষণা করে।

- Advertisement -

ওসি ট্রান্সপো জানায়, পোষা সাপটি নিরাপদে ধরা হয়েছে এবং সেটি তার মালিকের কাছে ফিরিয়েও দেওয়া হয়েছে।

রাজধানীতে এলআরটি বন্ধ রাখতে হচ্ছে যেসব কারণে তার মধ্যে এটি একটি। অন্য কারণগুলোর মধ্যে রয়েছে লাইনচ্যুতি, ব্রেক ফল্ট এবং আবহাওয়া।

- Advertisement -

Read More

Recent