শনিবার - জুলাই ২৭ - ২০২৪

উচ্চ শিক্ষার জন্য পাঠাতে চান ?

সাম্প্রতিক কানাডার অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের করুন কাহিনীর কথা সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে

অবশ্যই পাঠাবেন তবে, খুব সাবধান !!!

দয়া আপনার সন্তানদেরকে যেনো কোনো বিপদে বা অসহায় অবস্থায় ফেলে না দেন।

- Advertisement -

নিচের ছোট ভিডিও ক্লিপটি একান্তই আমার আত্মীয় স্বজন এবং কাছের বন্ধুবান্ধবদের জন্য। এর বাইরে কেউ চাইলে কথাগুলি আমলে নিতে পারেন বা নাও নিতে পারেন।

সাম্প্রতিক কানাডার অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের করুন কাহিনীর কথা সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ ছাড়া আমি নিজেই অন্তত ২/৩ মাস পরপর ২/১ জন বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সাহায্যের আবেদন পাই। বিগত ২/৩ বছরে বেশ কয়েকটি ঘটনা, যেখানে কোনো ছাত্র পড়াশুনা বাদ দিয়ে মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে রাস্তায় কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে; বাবা মা তাকে দেশে নিতে হিমশিম খাচ্ছেন, কোনো ছাত্র মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে, পাসপোর্ট এবং অন্নান্য ID হারিয়ে শেল্টারে আছে, কেউ আবার কোনো দুঘটনা কবলিত হয়ে হাসপাতালে আছে কিন্তু হাসপাতালের বিল পরিশোধের টাকা নেই, সবার চাঁদা তুলে তাকে সাহায্য করতে হচ্ছে।

এগুলি আমি ব্যাক্তিগত ভাবে জানি। এখন আপনি জেনেশুনে কি আপনার সন্তানকে এই জাতীয় অসহায় অবস্থার মধ্যে ঠেলে দিবেন।

আমার কথাগুলি শুনুন তারপর সিধান্ত নিন।

যথাযথ নিয়ম মেনে বা যথাযত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পারলে অবশ্যই আপনার সন্তানদেরকে পাঠান। কানাডাতে এখনো যেমন লোক দরকার, ভবিৎষতেও দরকার হবে।

- Advertisement -

Read More

Recent