শনিবার - জুলাই ২৭ - ২০২৪

জিটিএতে কন্ডো বিক্রি এক দশকে সর্বনিম্ন

আবাসন বাজারের বিশ্লেষক প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে নতুন কন্ডো বিক্রি হয়েছে ৬ হাজার ৭২৭টি ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ৫৯ শতাংশ কম তবে দশ বছরের গড়ের চেয়ে কম ৪২ শতাংশ

২০১৩ সালের পর থেকে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) নতুন কন্ডোর বিক্রি বছরের প্রথমার্ধে সর্বনিম্নে দাঁড়িয়েছে। এমনটাই জানিয়েছে আরবানেশন ইনকর্পোরেশন।

আবাসন বাজারের বিশ্লেষক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে নতুন কন্ডো বিক্রি হয়েছে ৬ হাজার ৭২৭টি, ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ৫৯ শতাংশ কম। তবে দশ বছরের গড়ের চেয়ে কম ৪২ শতাংশ। গত দশ বছরের প্রথমার্ধে গড়ে ১১ হাজার ৫১৬ ইউনিট কন্ডো বিক্রি হয়েছে।

- Advertisement -

আরবানেশন বাজারকে নিস্তেজ হিসেবে উল্লেখ করে বলেছে, ব্যাংক অব কানাডার সুদের হার বৃদ্ধি নিয়ে ক্রেতাদের উদ্বেগের কারণে কন্ডোর বিক্রি অনেক কমে গেছে। এর প্রভাব পড়েছে জিটিএর কন্ডোর দামে। চলতি বছরের প্রথমার্ধে দামও কমেছে দশ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরবানেশনের উপাত্ত বলছে, প্রান্তিক হিসেবে নতুন কন্ডোমিনিয়ামের গড় মূল্য ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। বছরওয়ারি কমেছে ২ দশমিক ২ শতাংশ এবং বর্তমানে প্রতি বর্গফুট কন্ডোর দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ ডলার।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent