সোমবার - মে ৬ - ২০২৪

স্বায়ত্তশাসন

স্বায়ত্তশাসন

পরাজিত হতে হতে

এবং পরাজিত করতে করতে এতো দূর, দিগন্তে

- Advertisement -

ঘুরে দাঁড়িয়েছি।

তোমার দেয়া অর্জিত স্বাধীনতা না কি স্বায়ত্তশাসন!

পতাকার নিচে এতো এতো পরাধীন আগুন

ছাই হয়ে, ছায়া হয়ে

জেরার্ড স্ট্রিষ্টে পাথরের মূর্তি মন কুমারী ঘুমিয়ে থাকে।

তখন শেষ ট্রাম ওরফে স্ট্রিট কার

একজন জীবননান্দ দাশকে নিয়ে যোনিপথে শহরের গোপন গ্যারেজে ঢুকে পড়ে!

বেগুনের পোকার মতো

তোমার (স্বাধীনতার) ভেতর ছিলো ছোট ছোট মৃত্যুবীজ,

পরাজয়ও একটি ভিন্ন প্রজাতি।

টরন্টো, ৬ সেপ্টেম্বর ২০২৩

- Advertisement -

Read More

Recent