শুক্রবার - জুলাই ২৬ - ২০২৪

সিআরএর ১২০ কর্মী বরখাস্ত

চাকরিতে থাকার পরও কোভিড ১৯ বেনিফিট দাবি করায় ১২০ কর্মীকে বরখাস্ত করেছে কানাডিয়ান রেভিনিউ এজেন্সি সিআরএ

চাকরিতে থাকার পরও কোভিড-১৯ বেনিফিট দাবি করায় ১২০ কর্মীকে বরখাস্ত করেছে কানাডিয়ান রেভিনিউ এজেন্সি (সিআরএ)। কোভিড-১৯ মহামারির সময় বর্তমান কর্মীদের কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট গ্রহণের প্রায় ৬০০টি ঘটনা পর্যালোচনা করে দেখছে সিআরএ।

জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধেল কারণে যেসব কানাডিয়ান চাকরি হারিয়েছিলেন অথবা বেতন কমে গিয়েছিল তারা এই সুবিধার আওতায় মাসে ২ হাজার ডলার করে পেতেন। সিআরএ গত জুলাইয়ে জানায়, সিইআরবি তদন্তের অংশ হিসেবে তারা ২০ কর্মীকে বরখাস্ত করে। কিন্তু এখন সংখ্যাটি ১২০ জনে উন্নীত হয়েছে।

- Advertisement -

মাত্র ৩০ জনের ক্ষেত্রে সিইআরবি দাবি সঠিক বলে প্রমাণিত হয়েছে। তারা অস্থায়ী কর্মী ছিলেন অথবা চুক্তিভিত্তক কাজে নিয়োজিত ছাত্র ছিলেন।

ট্যাক্স এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন ফৌজদারি অপরাধমূলক কর্মকা-ের ঘটনাগুলোকে পুলিশের কাছে পাঠানো হয়েছে। গত আগস্টে সিআরএর সাবেক এক কর্মীকে গ্রেপ্তারও করা হয়। তার বিরুদ্ধে কোভিড-১৯ এর সময় জালিয়াতির মাধ্যমে প্রায় ২০ হাজার ডলার সরকারি সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।

- Advertisement -

Read More

Recent