শনিবার - এপ্রিল ২৭ - ২০২৪

টরন্টোতে সুড়ঙ্গ

সিনেপ্লেক্সে যাবার আগে নিশোর অভিনয় নিয়ে সন্দেহ ছিলোনা মাসুদ চরিত্রে তাঁর অভিনয় আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেছে

অর্থলোভী ময়না স্বামী মাসুদকে জোর করেই বিদেশ পাঠায়। এরপর স্বামীর বন্ধু জহিরের সাথে পরকীয়ায় জড়ায়। লম্পট জহিরের গিফটের ফাঁদে ধরা দেয় ময়না। সম্পর্কের কেমিস্ট্রি গড়ায় ফিজিক্সে। প্রথমে অনুশোচনায় ভুগলেও ক্রমশ পাপবোধ হারিয়ে ফেলে ময়না।

গল্পের এ অংশ আকাশ আটের পুলিশ ফাইল সিরিজে নিত্যদিনই দেখা যায়। কিন্তু সুড়ঙ্গের গল্পটা তা নয়! এ এক দুর্দান্ত গতির গল্প। রোমান্সের চেয়ে রোমাঞ্চের প্রাধান্যই বেশী। প্রেম থাকলেও প্রেমের প্যান প্যানানি নেই। গালাগালি থাকলেও গোলাগুলি নেই। নেই মারামারি নামের ভায়োলেন্স। বরং রয়েছে সুড়ঙ্গ বানিয়ে ব্যাংক ডাকাতির থ্রিল! আছে বাংলাদেশী স্টাইলের পুলিশী এ্যাকশন! পুলিশী তদন্ত!

- Advertisement -

সিনেপ্লেক্সে যাবার আগে নিশো’র অভিনয় নিয়ে সন্দেহ ছিলোনা। মাসুদ চরিত্রে তাঁর অভিনয় আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেছে। কিন্তু অপ্রত্যাশিত অভিনয় করেছেন তমা মির্জা। ময়না চরিত্র অসাধারণ রূপে ফুটিয়ে তুলেছেন তিনি। আমি তাঁর অভিনয় আগে দেখিনি। তবে আমার স্ত্রী রুুমু জানালো, “এই অভিনেত্রী শুরু থেকেই বলিষ্ঠ। তাঁর অভিনয় আমি আগেও দেখেছি”।

শহীদুজ্জামান সেলিম পুলিশ চরিত্রে যা করলেন তাঁর তুলনা হয়না। মনেহয় চিত্রনাট্য তৈরীর সময় তাঁকে ঘিরেই চরিত্র লেখা হয়েছিলো। শুনেছি রুনা লায়লা “সুড়ঙ্গ” দেখার পর শহীদুজ্জামান সেলিমকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তাঁর অসামান্য অভিনয়ের প্রশংসা করেছেন। সুযোগ থাকলে আমিও তাই করতাম।

বাংলাদেশ থেকে অনেক দূরে হলে বসে ভালো একটি বাংলা ছবি দেখলাম। যাঁরা দেখেননি, তাঁরা দেখে ফেলুন। বলতে পারি সময়টা ফালতু খরচ হবেনা।

ব্রা্ম্পটন, কানাডা

- Advertisement -

Read More

Recent