শনিবার - জুলাই ২৭ - ২০২৪

মডার্নার হালনাগাদ কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন

ছয় মাসের বেশি বয়সী সবার জন্য মডার্নার তৈরি হালনাগাদ কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে হেলথ কানাডা

ছয় মাসের বেশি বয়সী সবার জন্য মডার্নার তৈরি হালনাগাদ কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। নতুন এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে কোভিড-১৯ সংক্রমণের জন্য দায়ী ভাইরাসের এক্সবিবি.১.৫ ভ্যারিয়েন্টকে লক্ষ্য রেখে।

এই সিদ্ধান্তের কথা হেলথ কানাডার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ৫ বছর ও তার বেশি বয়সী সবাইকে এই ভ্যাকসিনের এক ডোজ প্রদান করা যাবে। ছয় মাস থেকে চার বয়সী যেসব শিশু এর আগে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে এক ডোজের সুপারিশ করা হয়েছে। তবে এই বয়সী শিশুদের মধ্যে যাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের দিতে হবে দুই ডোজ।

- Advertisement -

ভ্যাকসিনটির অনুমোদন চেয়ে চলতি বছরের জুনে আবেদন জমা দেয় মডার্না। সে সময় কোম্পানির পক্ষ থেকে বলা হয়, হেমন্তে কানাডায় এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

Read More

Recent