রবিবার - মে ১৯ - ২০২৪

গো ট্রানজিট স্টেশনের অর্থায়নে নতুন পদ্ধতির প্রস্তাব

গো ট্রানজিট স্টেশনের অর্থায়নে নতুন পদ্ধতির প্রস্তাব করতে যাচ্ছেন অন্টারিওর অবকাঠামোমন্ত্রী কিঙ্গা সুরমা তিনি বলেন এর ফলে ট্রানজিট সেবা ও পাশর্^বর্তী এলাকায় আবাসন দুটোই বাড়বে

গো ট্রানজিট স্টেশনের অর্থায়নে নতুন পদ্ধতির প্রস্তাব করতে যাচ্ছেন অন্টারিওর অবকাঠামোমন্ত্রী কিঙ্গা সুরমা। তিনি বলেন, এর ফলে ট্রানজিট সেবা ও পাশর্^বর্তী এলাকায় আবাসন দুটোই বাড়বে।

কিঙ্গা সুরমা বলেন, তার উত্থাপিত আইনে মিউনিসিপালিটিগুলোর নতুন গো স্টেশনের নকশা ও নির্মাণে তহবিল জোগান দেওয়ার সুযোগ রয়েছে।

- Advertisement -

মিউনিসিপালিটিগুলোর এরপর স্টেশনের আশপাশে নির্মাণের ওপর স্টেশন কন্ট্রিবিউশন ফি আরোপের মাধ্যমে এই ব্যয় তুলে আনার সুযোগ পাবে। এই ফি হবে মিউনিসিপালিটিগুলোর জন্য রাজস্ব সংগ্রহের ঐচ্ছিক বিকল্প এবং এটা তারা প্রদেশের ওপর প্রয়োগ করতে পারবে।

সরকার বলছে, উন্নয়ন ব্যয় কমানোর প্রয়োজন তাদের, যাতে করে ডেভেলপারদের খরচ কমানো সম্ভব হয়। পার্কিংয়ের বাধ্যবাধকতা অথবা দ্রুততম সময়ে অনুমোদন এর মধ্যে অন্যতম।

এই আইন টরন্টো ট্রানজিট কমিশনকে প্রতিবেশি ট্রানজিট এজেন্সির সঙ্গে আন্তঃসীমান্ত সার্ভিস এগ্রিমেন্ট করারও সুযোগ তৈরি করে দেবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent