শনিবার - জুলাই ২৭ - ২০২৪

এক নারীকে সহযোগী হিসেবে কাজ করতে বাধ্য করে এক মানবপাচারকারী

এক মানবপাচারকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে টরন্টো পুলিশ

এক মানবপাচারকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে টরন্টো পুলিশ। তদন্তকারীরা বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি এক নারীকে কানাডাজুড়ে তার সহযোগী হিসেবে কাজ করতে বাধ্য করে।

টরন্টো পুলিশ হিউম্যান ট্রাফিকিং এনফোর্সমেন্ট টিম ২০২৩ সালের সেপ্টেম্বর এই অভিযোগের তদন্ত শুরু করে। কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তি নারীদের ভুক্তভোগীদের ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুলাই পর্ডন্ত যৌনকর্মে নিযুক্ত করে।

- Advertisement -

অভিযোগ আছে, ওই ব্যক্তি পুরো জিটিএ এবং বেলভিলজুড়ে ওই নারীকে পাচারের সঙ্গে জড়িত। তাকে সে কুৃইবেকের মন্ট্রিয়লে পাচার করত। একইভাবে তার সহযোগী হিসেবে কাজ করতেও বাধ্য করত। এ ছাড়া তিন মাস তাকে হোটেলে আটকে রেখেছিল।

পুলিশ জানিয়েছে, ওই নারী যে পরিমাণ অর্থ আয় করেন তার সবই ওই মানবপাচারকারী নিয়ে নেয়। এ ছাড়া ওই ব্যক্তি তার ওপর বল প্রয়োগও করত এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে তাকে মাদক সেবনে বাধ্য করত।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ৩২ বছর বয়সী মারখামের বাসিন্দা রাজ কিরুবানান্থানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। ২০ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার কথা ছিল।
এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা পুলিশের। পুলিশ ওই অভিযুক্তের একটি ছবি প্রকাশ করেছে।

- Advertisement -

Read More

Recent