রবিবার - মে ১৯ - ২০২৪

প্রয়াত কবি আসাদ চৌধুরীর নাগরিক স্মরণসভা

কবি দেখে যাও তুমি যেমন আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সবচেয়ে বেশি ভালবাসতে

টরন্টোর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কানাডা প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাংবাদিক, আবৃত্তিকার, শিল্পী, ও কলা কুশলীরা প্রিয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সার্বজনীন ভাবে একত্রিত হয়েছিল এক সুঁতোয়।

কবি দেখে যাও, তুমি যেমন আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সবচেয়ে বেশি ভালবাসতে, ঠিক তেমনি তোমার আপন করে নেওয়া মানুষগুলি তাদের প্রত্যেকের সর্বোচ্চ ভালবাসাটা সম্মিলিতভাবে নিবেদন করেছে তোমার সম্মানে, তোমারই স্মরণ সভায় ।

- Advertisement -

প্রিয় কবির নাগরিক স্মরণসভা উদযাপনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মেধা ও শ্রম দিয়েছেন, তারা সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারি সকল কলাকুশলী ও দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কবি পরিবারকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সহমর্মিতা ও ভালবাসা।

কবি ছিলেন, কবি আছেন, কবি থাকবেন আমাদের চেতনায়, আদর্শে, ও ভালবাসায় আলোক বর্তিকা হয়ে!

কবি ভাল থাকুন ওপারে !

- Advertisement -

Read More

Recent