শুক্রবার - জুলাই ২৬ - ২০২৪

তৃতীয় বছরের মতো কানাডিয়ানদের আয়ুষ্কাল কমেছে

সাধারণ কানাডিয়ানদের আয়ুষ্কাল তৃতীয় বছরের মতো কমেছে বলে স্ট্যাটিস্টিকস কানাডার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

সাধারণ কানাডিয়ানদের আয়ুষ্কাল তৃতীয় বছরের মতো কমেছে বলে স্ট্যাটিস্টিকস কানাডার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কানাডিয়ানদের আয়ুষ্কাল ছিল গড়ে ৮২ দশমিক ৩ বছর। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ৩ বছরে।

প্রতিবেদনে দেখা গেছে, আয়ুষ্কাল সবচেয়ে বেশি কমেছে নিউ ব্রান্সউইকে। ২০২১ সালে প্রদেশটিতে গড় আয়ুষ্কাল ৮০ দশমিক ৯ বছর থাকলেও ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮ বছর। তবে গত তিন বছরে আয়ুষ্কাল সবচেয়ে বেশি কমেছে সাস্কেচুয়ানে। ২০১৯ সালে প্রদেশটিতে গড় আয়ুষ্কাল ছিল ৮০ দশমিক ৫ বছর। ২০২২ সালে তা নেমে এসেছে ৭৮ দশমিক ৫ বছর।

- Advertisement -

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কানাডায় মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ ও ক্যান্সার। ২০২২ সালে মোট মৃত্যুর ৪১ দশমিক ৮ শমতাংশই ছিল এই দুই রোগের কারণে। এ ছাড়া কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয় ৬ শতাংশ। গত বছর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কানাডায় মারা যায় মোট ১৯ হাজার ৭০০ জন, ২০২০ সালে মহামারিটি শুরু হওয়ার পর যা সর্বোচ্চ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এর কারণে আটলান্টিক কানাডায় মৃত্যু এক বছর আগের তুলনায় সাত গুন বেড়েছে।

- Advertisement -

Read More

Recent