রবিবার - মে ১৯ - ২০২৪

মূল্যস্ফীতি ৩.১ শতাংশে অপরিবর্তিত

বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেছেন আজকের কিছুটা হলেও হতাশাজনক এই প্রতিবেদন এটাই বলছে যে আমাদের এখনো মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে হবে

মূল্যস্ফীতির বিরুদ্ধে কানাডার লড়াই গত মাসে খুব একটা ভিত্তি পায়নি। নভেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। তবে খানিকটা হতাশ করা এই পরিসংখ্যান ব্য্ংাক অব কানাডাকে সুদের হার সংক্রান্ত পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

নভেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক প্রতিবেদন ১৯ ডিসেম্বর প্রকাশ করেছে স্ট্যাটিস্টিকস কানাডা। তাতে দেখা গেছে, বিনোদন ও পোশাকের উচ্চ ব্যয় মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিচ্ছে।

- Advertisement -

পূর্বাভাসদাতারা গত মাসে মূল্যস্ফীতি হ্রাস পাবে বলে প্রত্যাশা করেছিলেন। প্রতিবেদনে এখনো উৎসাহ পাওয়ার মতো কিছু উপাদান রয়েছে। কিছু কোর মূল্যস্ফীতি পরিমাপক নিম্নগামী রয়েছে।

বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেছেন, আজকের কিছুটা হলেও হতাশাজনক এই প্রতিবেদন এটাই বলছে যে, আমাদের এখনো মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে সামগ্রীক ছবিটা এখনো অটুট রয়েছে। মূল্যস্ফীতির হার নিম্নমুখী, অর্থনীতিতেও নিস্তেজভাব এবং ব্যাংক অব কানাডা বছরের মাঝামাঝি সময়ে সুদের হার কমানো শুরু করবে বলে আশা করা হচ্ছে।

গ্রোসারি পণ্যের মূল্য নিয়ে কিছু ভালো সংবাদও দিয়েছে প্রতিবেদন। টানা পঞ্চম মাসের মতো গ্রোসারি পণ্যের মূল্যবৃদ্ধির গতি কমেছে। নভেম্বরে গ্রোসারি পণ্যের দাম বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ। তবে অক্টোবরে গ্রোসারি পণ্যের দাম বেড়েছিল আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ। সেবা খাতের মূল্য নভেম্বরে অপরিবর্তিত ছিল। ভ্রমণ ব্যয় বাড়লেও সেলফোন সেবার মূল্য হ্রাস এতে ভারসাম্য এনে দিয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে ব্যাংক অব কানাডা টানা তৃতীয়বারের মতো নীতিনির্ধারণী সুদের হার ৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। উচ্চ সুদহার অর্থনীতিকে মন্থর করার পাশাপাশি মূল্যস্ফীতির হার কমিয়ে আনার পক্ষে প্রমাণ মেলার পর এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

- Advertisement -

Read More

Recent