বৃহস্পতিবার - মে ৯ - ২০২৪

ডোর খুলে ফেললেন এয়ার কানাডার যাত্রী

দুবাইগামী এক যাত্রী উড়োজাহাজ উড্ডয়নের আগেই কেবিন ডোর খুলে ফেলেন এবং টারমাকের ওপর পড়ে যান

এয়ার কানাডার টরন্টো থেকে দুবাইগামী এক যাত্রী উড়োজাহাজ উড্ডয়নের আগেই কেবিন ডোর খুলে ফেলেন এবং টারমাকের ওপর পড়ে যান। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওই ঘটনায় তিনি আহতও হয়েছেন। এক বিবৃতিতে এয়ার কানাডা এ তথ্য জানিয়েছে।

এয়ার কানাডা বলেছে, ফ্লাইট এসি০৫৬-এ ৮ জানুয়ারি ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ওই সময় গেটে অবস্থান করছিল।

- Advertisement -

এয়ারলাইনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজে ওঠার পর ওই যাত্রী তার আসনে না বসে বিপরীত দিকের কেবিন ডোর খুলে ফেলেন। টারমাকে পড়ে যাওয়ার পর ওই যাত্রী আঘাত পান। জরুরি সেবার কর্মী ও পুলিশ সদস্যরা এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন।

ফ্লাইটটির ৩১৯ জন যাত্রী পরিবহনের কথা ছিল এবং এ ঘটনার কারণে সেটি ছাড়তে বিলম্ব হয়। এয়ার কানাডা বলেছে, বোর্ডিং ও কেবিন অপারেটিং সংক্রান্ত অনুমোদিত সব প্রক্রিয়া যে এক্ষেত্রে অনুসরণ করা হয়েছিল সেটা আমরা নিশ্চিত করছি।

তবে ঠিক কী কারণে ওই যাত্রী কেবিন ডোর খুলতে যান সেটা এখনো জানা যায়নি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এয়ার কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

Read More

Recent