শনিবার - জুলাই ২৭ - ২০২৪

মাদক পাচারকালে ট্রাকচালক গ্রেপ্তার

সীমান্ত দিয়ে কয়েক শ কিলোগ্রাম কোকেন পাচারকালে ব্র্যাম্পটনের এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে

সীমান্ত দিয়ে কয়েক শ কিলোগ্রাম কোকেন পাচারকালে ব্র্যাম্পটনের এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) ১০ জানুয়ারি জানিয়েছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নায়াগ্রা-অন-দ্য-ওলেকের কুইন্সটন-লিউস্টন ব্রিজ পোর্ট অব এন্ট্রিতে ঘটনাটি ধরা পড়ে।

- Advertisement -

সিবিএসএর তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ট্রাকের একজন চালক প্রাথমিক পরিদর্শন বুথে পৌঁছলে তাকে দ্বিতীয় আরেকটি পরীক্ষার জন্য সুপারিশ করা হয়। এই সময় বর্ডার সার্ভিসেসের কর্মীরা ২০২টি ইটের আকৃতির বস্তু দেখতে পান। পরীক্ষায় এতে কোকেন পাওয়া যায়।

ধরা পড়া ওই মাদকের ওজন ২৩৩ কিলোগ্রাম, যার বাজারমূল্য ৬৫ লাখ ডলার। এ ঘটনায় ওই ট্রাকচালককে গ্রেপ্তার করে আরসিএমপিরর হেফাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম সুখবিন্দর ধানুজা এবং পূর্ণাঙ্গ তদন্তের পর গত ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

কোকেন আমদানি করা এবং পাচারের জন্য নিজের কাছে তা রাখার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে জামিনে তিনি ছাড়া পেয়েছেন এবং ফেব্রুয়ারিতে তার আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Read More

Recent