শুক্রবার - জুলাই ২৬ - ২০২৪

টরন্টোতে টানা তিন মাস বাড়ি ভাড়া কমেছে

প্রতিবেদনে ২০২১ সালের আগস্টের পর প্রথমবারের মতো বাড়ি ভাড়া কমার ইঙ্গিত পাওয়া যায়

টরন্টোতে গড় অ্যাপার্টমেন্ট টানা তৃতীয় মাসের মতো হ্রাস পেয়েছে। রেন্টালডটসিএর মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির জানুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়েছে, টরন্টোতে অ্যাপার্টমেন্টের চাওয়া ভাড়া বেড়েছে এক বছর আগের তুলনায় গড়ে ২ দশমিক ১ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৩২ ডলার। নভেম্বরের ভাড়া এক বছর আগের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯১৩ ডলার।

- Advertisement -

প্রতিষ্ঠানটির অক্টোবর মাসের প্রতিবেদনে ২০২১ সালের আগস্টের পর প্রথমবারের মতো বাড়ি ভাড়া কমার ইঙ্গিত পাওয়া যায়। প্রতিবেদনে ভাড়াটিয়াদের জন্য কানাডার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টরন্টো সিটি। তালিকায় সবার উপরে আছে ভ্যানকুভার।

কানাডাজুড়ে দাবি করা বাড়ি ভাড়া বেড়েছে মোট ২২ শতাংশ। অর্থাৎ, গত দুই বছরে মাসিক ভাড়া বেড়েছে গড়ে ৩৯০ ডলার। ভাড়া হ্রাস পাওয়া সত্ত্বেও রেন্টালসডটসিএর ২০২৩ সালের জানুয়ারির ন্যাশনাল রেন্ট র‌্যাংকিংয়ে টরন্টোর অবস্থান দাঁড়িয়েছে তৃতীয়। র‌্যাংকিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভ্যানকুভার এবং বার্নাবি। শীর্ষ দশের পরবর্তী স্থানগুলো অন্টারিওর। এগুলো হচ্ছে যথাক্রমে মিসিসোগা, নর্থ ইয়র্ক, বার্লিংটন, স্কারবোরো, ব্র্যাম্পটন, গুয়েল্ফ এবং অটোয়া।

টরন্টোতে বর্তমানে এক শয়নকক্ষের বাড়ির ভাড়া মাসিক ২ হাজার ৫৩৬ ডলার। এ ছাড়া দুই শয়নকক্ষের বাড়ির ভাড়া মাসে ৩ হাজার ৩৪৫ এবং তিন শয়নকক্ষের ৩ হাজার ৮৪৩ ডলার।

কানাডার সবচেয়ে বেশি ব্যয়বহুল ছোট ও মাঝারি আকারের অ্যাপার্টমেন্টের ভাড়া বাজারের চারটিই ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত। তবে সবার ওপরে আছে রিচমন্ড হিল, যেখানে মাসিক ভাড়া গড়ে ২ হাজার ৭৮২ ডলার। সর্বোচ্চ ভাড়ার অবশিষ্ট ২৫টি ছোট ও মাঝারি ভাড়া বাজারের অবস্থান গ্রেটার টরন্টো এরিয়াতে।

- Advertisement -

Read More

Recent