শনিবার - জুলাই ২৭ - ২০২৪

খাদ্যপণ্যের মূল্যে ৫০% ছাড় ফিরিয়ে আনল লবল

মেয়াদোত্তীর্ণের কাছাকাছি থাকা খাদ্যপণ্যের মূল্যের ওপর ছাড় কমিয়ে আনার পর সমালোচনার মধ্যে পড়তে হয় লবলকে

মেয়াদোত্তীর্ণের কাছাকাছি থাকা খাদ্যপণ্যের মূল্যের ওপর ছাড় কমিয়ে আনার পর সমালোচনার মধ্যে পড়তে হয় লবলকে। এর পরিপ্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণের কাছাকাছি থাকা খাদ্যপণ্যে ৫০ শতাংশ ছাড় ফিরিয়ে এনেছে কোম্পানিটি।

কোম্পানির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, আমরা আমাদের গ্রাহক ও সহকর্মীদের মতামত শুনেছি এবং ৫০ শতাংশ মূল্য ছাড় ফিরিয়ে আনছি। আগামী কয়েক সপ্তাহে গ্রাহকরা ৫০ শতাংশ ছাড়ের স্টিকার দেখতে পাবেন।

- Advertisement -

লবলস, নো ফ্রিলস, জেহরস, রিয়েল কানাডিয়ান সুপারস্টোর এবং ভ্যালু-মার্টের মালিকানায় রয়েছে গ্রোসারি কোম্পানিটি। এ সপ্তাহের গোড়ার দিকে তারা ৫০ শতাংশ ছাড় কমিয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। মূল্যছাড় অনেক বেশি স্থায়ী ও ধারাবাহিক করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে কোম্পানিটি।

কিছু বিশেষজ্ঞের মতে, এর মধ্য দিয়ে ৩০ শতাংশ মূল্য ছাড় দেওয়া প্রতিযোগী কোম্পানিগুলোর সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা করছে লবল।

তাদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিযোগিতার সঙ্গে আপোষ করা হচ্ছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন এনডিপি এমপি আলিস্টার ম্যাকগ্রেগর।

- Advertisement -

Read More

Recent