শনিবার - জুলাই ২৭ - ২০২৪

আবার চালু হচ্ছে হার্ড রক ক্যাফে

সুপরিচিত মিউজিক থিমড রেস্টুরেন্ট এ বছরই টরন্টোতে ফিরে আসছে

সুপরিচিত মিউজিক-থিমড রেস্টুরেন্ট এ বছরই টরন্টোতে ফিরে আসছে। হার্ড রক ক্যাফে ইন্টারন্যাশনাল ১৯ জানুয়ারি জানিয়েছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে হার্ড রক ক্যাফে টরন্টোকে পুনরায় চালু হবে।

কোম্পানির পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। যেমন রেস্টুরেন্টটির অবস্থান কোথায় হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করা হয়েছে, যেখানে হার্ড রফ ক্যাফের লোগো দেওয়া আছে। পাশাপাশি ১০ ডানডাস স্ট্রিটের জানালায় লেখা আছে, শিগগিরই আসছি।

- Advertisement -

রেস্টুরেন্টটি প্রথমে অবস্থিত ছিল ইয়ং এবং ডানডাসের দক্ষিণপূর্বে। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ২০১৭ সাল থেকে এর দরজা বন্ধ রয়েছে। সেখানে স্থান করে নিয়েছে শপার্স ড্রাগ মার্ট।

হার্ড রক ক্যাফে ইন্টারন্যাশনাল বলেছে, তারা আরও কোনো সুযোগ আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে। তবে নগরীর মধ্যে নতুন কোনো বাড়িতে তারা ঠিকানা খুঁজে নেবে কিনা তা স্পষ্ট করেনি।

হার্ড রক ক্যাফে টরন্টো তাদের কার্যক্রম শুরু করে ১৯৭৮ সালে। শত শত লাইভ পারফরম্যান্সের আয়োজন করে তারা।

- Advertisement -

Read More

Recent