রবিবার - মে ১৯ - ২০২৪

প্রেম কি ছুঁয়েছে আমাকে

সিঁথানে রেখে যাওয়া পরাণ গহীনের গল্প
কই বলা হলোনাতো আর!
দুঃখর মত চেনা কিছু বোধ দেখি চোখের কাছে
এক অচেনা নদীর স্রোত হয়ে বয়ে যাচ্ছে।
যতবার তোমার কাছে কিছু বলবো বলে যাই।
তোমার অন্তর বাহিরে শুধু গভীর প্রেমের গানগুলো বাজে।
প্রেম হলো, ছবির ক্যানভাসে ফেলে রাখা রঙের খেলা।
প্রেম ছুঁতে সবাই জানেনা !
রঙের দাগ যার থাকে, সেই জানে, লাল নীল মিলে মিশে রঙটুকু
হাতের তালুতে দিয়ে যায় নতুন রঙের ঘোর!
পৃথিবীর সবচেয়ে পুরাতন অনুভবের কাছে এসে,
চোখ মেলে তাকায় যখন মানুষ,
পায়ের কাছে বালি সরে যায়,সমুদ্রের ঢেউ এর আঘাতে তখন!
তোমার ঠোঁটের আধখানা হাসিটুকু ছুঁয়ে দেবো বলে
আমি এক বাউল কবির মত প্রতিদিন পথ হাঁটি!
তোমার জন্যই আমার খাতার পাতায় প্রতিদিন জমা হয় রঙে ভরা কাব্য।
তুমি একদিন যদি এসে বলো,কবি দেখো,
আমার আঙিণা জুড়ে তোমার কবিতার নামে নামে বুনেছি অজস্র সবুজ গাছ!
সেইদিন এর জন্য আমি অপেক্ষার এক বালিহাঁস হবো।
পরাণ গহীণের গল্পবলা সেইক্ষণ এলো না বলে, দুঃখ, অবসাদে ভরবে যখন দু’চোখ,
তুমি কবিতার মিশেল হয়ে
অজস্র সাদা ফুলে ভরা বাগান থেকে হাসতে হাসতে বের হয়ে আসবে,
আমার তখন কথা বলার সাধ্য নাই!
আমি তখন সাদা ফুল মূর্ছণায় তোমার দিকে অবাক তাকিয়ে আছি!
প্রেমকে আমি, নাকি প্রেম ছুঁয়েছে আমাকে?
কি করে বুঝাই এত রঙ আজ আমাতে!

- Advertisement -

ফেব্রুয়ারী ২০/২০২৪
অটোয়া

- Advertisement -

Read More

Recent