রবিবার - মে ১৯ - ২০২৪

সক্রেটিস

সক্রেটিস

শৈশবে ফুটবল পুরোপুরি বুঝে ওঠার পর সর্বপ্রথম মুগ্ধ হয়েছিলাম যাঁর খেলায় তিনি সক্রেটিস। তাঁর এই দার্শনিক নামটিও মুগ্ধতার একটি কারণ। পেশায় ছিলেন চিকিৎসক। সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন এই মহান ফুটবলার। ব্রাজিলের হয়ে বিশাল কোনো রেকর্ড না থাকলেও তিনি ব্রাজিলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। মিডফিল্ডে তাঁর বল নিয়ে দৌড়ানোর দৃশ্য ছিলো পটে আঁকা ছবির মতো।

বিশ্ব ফুটবলে ব্রাজিলের সমর্থক না হয়েও চোখে আঠার মতো লেগে থাকে তাঁদের মহান ফুটলারদের খেলা। তালিকাটা দীর্ঘ হলেও পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিস, রোনাল্ডো, রোনালদিনহো, কাকা, নেইমারদের কথাই বেশি মনে পড়ে। তবে কেনো জানি সক্রেটিসকে সেরা শিল্পী ফুটবলার, সেরা দার্শনিক ফুটবলার মনে হয়।

- Advertisement -

ডাক্তার এবং এ্যাথলেট হয়েও প্রচুর সিগারেট খেতেন সক্রেটিস। ৮২ এবং ৮৬ বিশ্বকাপ দেখেও তাঁকে এতোটা ধূমপায়ী মনে হয়নি। শেষে ধূমপানই কাল হলো! ২০১১ সালে মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তবে কীর্তিমানদের মৃত্যু নাই। তিনি বেঁচে থাকবেন যতোদিন ফুটবল থাকবে। ১৯ ফেব্রুয়ারী ছিলো তাঁর জন্মদিন। শুভ জন্মদিন সক্রেটিস, আমার র‍্যাঙ্কিংএ সর্বকালের সেরা দার্শনিক মিডফিল্ডার।

ব্রাম্পটন, কানাডা

- Advertisement -

Read More

Recent