শনিবার - জুলাই ২৭ - ২০২৪

অন্টারিওতে হামের গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা

ইয়র্ক রিজিয়ন মেডিকেল অফিসার অব হেলথ ডা ব্যারি পেকস বলেন এ ধরনের ঘটনা বিরল তিনি বলেন হাম অত্যন্ত সংক্রামক কোভিড ১৯ এর সবচেয়ে সংক্রামক সংস্করণটির চেয়েও বেশি সংক্রামক এটি

ভ্যাকিসন নেওয়া এক ব্যক্তি হামে আক্রান্ত হওয়ায় অন্টারিওতে ছোট পরিসরে হলেও রোগটির গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইয়র্ক রিজিয়ন মেডিকেল অফিসার অব হেলথ ডা. ব্যারি পেকস বলেন, এ ধরনের ঘটনা বিরল।

তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক। কোভিড-১৯ এর সবচেয়ে সংক্রামক সংস্করণটির চেয়েও বেশি সংক্রামক এটি। হামে আক্রান্ত কোনো ব্যক্তি কক্ষ ত্যাগের দুই ঘণ্টা পর্যন্ত রোগটি সেখানে বেঁচে থাকতে সক্ষম। খুবই কম পরিসরে হাম গ্রেটার টরন্টো এরিয়া সম্ভবত ইয়র্ক রিজিয়নে ছড়াচ্ছে বলে আমরা জানি। এখানেই ওই ব্যক্তি হামে আক্রান্ত হয়েছেন। এর অর্থ হচ্ছে আরও কেউ কেউ রোগটিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

- Advertisement -

জনস্বাস্থ্য কর্মকর্তারা গত সপ্তাহে ৩০ বছর বয়সী এক ব্যক্তির হামে আক্রান্ত হওয়ার বিরল ঘটনা তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেন। পেকস বলেন, ওই রোগীর উপসর্গগুলো খুব একটা তীব্র নয়। ভ্যাকসিনের কারণেই সম্ভবত এতটা তীব্র নয় উপসর্গগুলো। আমরা ব্যাপকভিত্তিক গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা দেখছি না। আমরা এটা মনে করছি না এই কারণে যে, পুরো জনগোষ্ঠীর বড় অংশের মধ্যে হামের ভ্যাকসিন দেওয়া আছে।

অন্টারিওতে আরও চার শিশু হামে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সবারই সম্প্রতি বিদেশ ভ্রমণের ইতিহাস আছে। পিল পাবলিক হেলথ গত ১৩ ফেব্রুয়ারি এক শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। টরন্টোতে ১৬ ফেব্রুয়ারি হামে আক্রান্ত হওয়ার পর এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ ফেব্রুয়ারি ব্র্যান্ট কাউন্টির কর্মকর্তারা হামে আক্রান্ত ১০ বছরের কম বয়সী এক শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। উইন্ডসর-এসেক্স হেলথ ইউনিট গত ২০ বছরের মধ্যে প্রথম হাম শনাক্তের কথা নিশ্চিত করে ৩০ জানুয়ারি।

২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কানাডায় হামে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ছিল ছয়জন। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার তথ্য অনুযায়ী, আক্রান্তদের বেশিরভাগই ভ্যাকসিনেটেড অথবা ভ্যাকসিনের অধীনে আছে এমন শিশু, যারা বিদেশ ভ্রমণ করেছে।

তবে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ৪ মার্চ ব্রিটিশ কলাম্বিয়ায় আরও একজনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent