শনিবার - জুলাই ২৭ - ২০২৪

ব্যাংক সিইওদের গড় আয় ১১ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে

আরবিসির প্রধান নির্বাহী ডেভ ম্যাকে গত বছর নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ডলার

কানাডার বৃহৎ চারটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) গত বছর গড়ে ১ কোটি ১০ লাখ ডলার পেয়েছেন। অধিকাংশ সিইও পারফরম্যান্স লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ার পরও এই পরিমাণ অর্থ পেয়েছেন তারা।

ব্যাংকগুলো এখন পর্যন্ত বেতনের যে উপাত্ত প্রকাশ করেছে তাতে দেখা গেছে, আরবিসির প্রধান নির্বাহী ডেভ ম্যাকে গত বছর নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ডলার। স্কশিয়ার ব্যাংকের প্রধান নির্বাহী স্কট থম্পসন নিয়েছেন ৭৭ লাখ ডলার।

- Advertisement -

ব্যাংকের পারফরম্যান্স প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় ম্যাকের বেতন বোর্ড নির্ধারিত ১ কোটি ৪০ লাখ ডলার ছাদিয়ে গেছে। ২০২৪ সালে তাকে ১ কোটি ৭০ লাখ ডলার পরিশোধের লক্ষ্য নির্ধারণ করেছে বোর্ড।

সিআইবিসির প্রধান নির্বাহী ভিক্টর ডোডিগ গত বছর ব্যাংক থেকে পেয়েছেন সাকল্যে ১ কোটি ৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৭ শতাংশ কম। এ ছাড়া বিএমও প্রধান নির্বাহী ড্যারিল হোয়াইট পেয়েছেন ১ কোটি ১২ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৭ শতাংশ কম। কোনো ব্যাংকই পারফরম্যান্সের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

গত বছর ফেব্রুয়ারি থেকে টিডি ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর দায়িত্ব নেন থম্পসন। শুরুর বছরের ভিত্তিতে তার বেতনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭ লাখ ডলার অথবা পুরো বছরে ৯৫ লাখ ডলার। তবে এখন পর্যন্ত ব্যাংকটি বেতনের তথ্য উল্লেখ করেনি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent