রবিবার - মে ১৯ - ২০২৪

হৃদয় জুড়ে

তবুও থাকো হৃদয় জুড়ে
যদিও এলো হঠাৎ নীরবতা
তবুও সন্ধ্যার বৃষ্টি থেমে গেলে মনে করো
তবুও মনে রেখো লাল ইটের ইমারত
সবুজ ঘাস,
তবুও মনে রেখো শান্ত জলের দীঘি।
কাঠগোলাপ ঝরে গেল অবহেলায়
মরা পাঁপড়ি ছুঁয়ে জানতে ইচ্ছে করে
কেমন আছো?
প্রেম মরা পাঁপড়ির মত আর কোনো সুবাস নেই
তাই আর জানা যায়নি।
এই অনন্ত নক্ষত্রবীথি জানিয়ে গেছে
আবারও সন্ধ্যা আসবে, শিউলিরা ফুটবে
ঘুঘু ডাকবে, নরম রোদ পড়বে ঘাসের ডগায়
পৃথিবীর সবকিছু চলবে অমোঘ নিয়মে
কিন্তু কী আশ্চর্য তোমার সাথে
আমার আর কখনও দেখা হবে না!

- Advertisement -

টরেন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent