বৃহস্পতিবার - মে ৯ - ২০২৪

অন্টারিওতে ওমিক্রন !

অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

অন্টারিওতে গতকালকের রিপোর্ট অনুযায়ী নতুন সংক্রমণ ২৪২১ জন।সংক্রমনের এই জাম্প ভালো লক্ষন নয়।
এই লক্ষনটির কারন হচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের স্থান দখল করে নিচ্ছে। কারন, ওমিক্রনের সংক্রমণশীলতা ডেল্টার চেয়ে অনেক গুন বেশি।
অন্টারিওতে ওমিক্রন সনাক্তরাই শুধু রিপোর্টেড হয়েছে। যারা সনাক্ত হয়নি তাদের দ্বারাও ওমিক্রন সংক্রমিত হতে পারে।
সামনে ক্রিস্টমাস, নিউ ইয়ার উদযাপনের পর অন্টারিওতে নতুন সংক্রমণের এই হার আরো বেশি হবে নিঃসন্দেহে।
তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণশীলতার উচ্চ হার হওয়া স্বত্তেও মৃত্যুর হার কম।
মৃত্যুর হার কম হওয়াতে আত্নতুষ্টির কিছু নেই। এই কম হারের মধ্যে আমি, আপনি পড়ে যাবো না তার গ্র‍্যারান্টি কি?
তাই সাবধানে থাকার চেয়ে এই মূহুর্তে অন্য কোন বিকল্প নাই।
সেফটি রুলগুলি মেনে চলতে হবে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent