শনিবার - জুলাই ২৭ - ২০২৪

মন্ট্রিয়েল বন্দরে ৬০০টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার

মন্ট্রিয়েল বন্দরে ৬০০টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার

দক্ষিণ অন্টারিও থেকে চুরি যাওয়া যানবাহন মন্ট্রিয়েলের বন্দরে শিপিং কন্টেইনার থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) এর ডেপুটি কমিশনার মার্টি কার্নস মন্ট্রিলে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মন্ট্রিয়েল বন্দরে পুলিশ অভিযানের ফলে ডিসেম্বর থেকে ৫৯৮ টি চুরি যাওয়া যানবাহন উদ্ধার করা হয়েছে। যার মধ্যে অনেকগুলি দক্ষিণ অন্টারিও থেকে চুরি করা হয়েছে এবং বিদেশে বিক্রির জন্য কন্টেইনারে পাঠানো হচ্ছিল।

- Advertisement -

প্রজেক্ট ভেক্টর নামে অভিহিত এই অভিযানে অন্টারিও এবং কুইবেক পুলিশ বাহিনী অংশগ্রহণ করে।

পুলিশ এই প্রকল্পটিকে সংগঠিত অপরাধী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে তাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছে। তারা বলছে, পূর্ব কানাডায় গাড়ি চুরির ঘটনা সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

অভিযানের অংশ হিসেবে, পুলিশ মন্ট্রিয়েল বন্দরে শত শত শিপিং কনটেইনার পরিদর্শন করেছে। চুরি যাওয়া যে সব যানবাহন উদ্ধার করেছে, তাদের বেশিরভাগই গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) থেকে নেওয়া হয়েছে।

উদ্ধারকৃত যানবাহনের আনুমানিক মূল্য ৩৪.৫ মিলিয়ন।

এসব যানবাহন মজুদ করে কন্টেইনার শিপিং করা হচ্ছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকাযসহ সারাবিশ্বের বিদেশী বাজারে বিক্রি করার জন্য।

- Advertisement -

Read More

Recent