শনিবার - জুলাই ২৭ - ২০২৪

শর্টফিল্মঃ ‘স্মৃতির বাজার’

শর্টফিল্মঃ স্মৃতির বাজার

ছোট বেলায় আমাদের আশেপাশে অনেকে ইফতারের পশরা সাজিয়ে বসতেন। খুব বড় কোনো দোকান না একদমই ছোট একটু জায়গায় অনেকে নিজের হাতে ইফতার সামগ্রী বানিয়ে বিক্রি করতেন। সময়ের পরিবর্তনের ফলে এই দোকান গুলো এখন আর দেখা যায় না। কারণ এই জায়গা গুলো এখন দখল করে নিয়েছে নামি-দামি ইফতারের বাজার গুলো।

তেমনই একটি গল্প নিয়ে শর্টফিল্ম বানিয়েছেন খাইরুল বাশার কাব্য। রচনা করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। আলাইনার বাবা তাকে ছোট বেলায় নিজেদের গ্রামের ইফতারের স্মৃতির কথা তুলে ধরেন। কিন্তু বাড়ি গিয়ে আর সেই বাজার পান নি আলাইনার বাবা তাই আলাইনাকেও তিনি সেই স্বাদে মুগ্ধ করতে পারেন নি।

- Advertisement -

কিন্তু আলাইনা কি থেমে থাকার মতো মেয়ে? একদমই না। সে শুরু করলো নিজের মতো করে আয়োজন সেই পুরনো মানুষদের খুঁজে নিয়ে। সাথে ছিলেন কাছের মানুষ গুলো। আলাইনার বাবা মেয়ের কান্ড দেখে পুরোপুরি অবাক হয়ে গেলেন।

গল্পটি দারুণ ছিলো। ‘একালের হাতে সেকালের সাথে’ এর চতুর্থ শর্টফিল্ম ছিলো ‘স্মৃতির বাজার’। ব্যক্তিগত ভাবে এটি বেশি ভালো লেগেছে।

‘স্মৃতির বাজার’ শর্টফিল্মটি কোনো রকম চার্জ ছাড়াই দেখে নিতে পারেন দীপ্ত প্লে অ্যাপ থেকে ।

- Advertisement -

Read More

Recent