শনিবার - জুলাই ২৭ - ২০২৪

ব্রিটিশ কলাম্বিয়ার প্রথম নারী লেফটেন্যান্ট গভর্নর প্রয়াত

ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর আয়োনা ক্যাম্পানোলো ৯১ বছর বয়সে মারা গেছেন

ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর আয়োনা ক্যাম্পানোলো ৯১ বছর বয়সে মারা গেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশের ২৭তম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ক্যাম্পোনোলো ২০০১ সালে নিয়োগ পান। প্রথম নারী হিসেবে তিনি এই পদে নিয়োগ পান এবং ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।

- Advertisement -

ট্রুডো বলেন, লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অনেক কাজের জন্যই তিনি স্মরণীয়। জলবায়ু পদক্ষেপ, লিঙ্গ সমতা ও রিকনসিলিয়েশন এর মধ্যে অন্যতম। তার বাবা প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোর অধীনে ক্যাম্পোনোলো ফিটনেস ও অ্যামেচার স্পোর্ট বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি লিবারেল পার্টি অব কানাডার প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন তিনি।

ক্যাম্পোনোলোর পরিবার ও ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, রাজনীতিতে এক আদর্শ নারীকে হারাল কানাডা। কানাডা একজন উদ্ভাবককে হারাল। তার বিরামহীন আত্মত্যাগ, আশাবাদ, ন্যায্যতার প্রতি অঙ্গীকার তাকে কানাডায় স্মরণীয় করে রাখবে।

- Advertisement -

Read More

Recent