মঙ্গলবার - মে ৭ - ২০২৪

মার্চে মূল্যস্ফীতি বেড়ে ২.৯%

গ্যাসোলিনের উচ্চ মূল্য মার্চে মূল্যস্ফীতির হার বাড়াতে ভূমিকা রেখেছে

বার্ষিক মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারির তুলনায় মার্চে বেড়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। গ্যাসোলিনের উচ্চ মূল্য মার্চে মূল্যস্ফীতির হার বাড়াতে ভূমিকা রেখেছে।

সংস্থাটি বলেছে, মার্চে ভোক্তা মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে বেড়েছিল ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ। চলতি বছর এই প্রথম মাসভিত্তিক হেডলাইন মূল্যস্ফীতির হার বাড়ল।
গ্যাসোলিনের মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির হারও বেড়েছে। বৈশি^ক জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির কারণেই এমনটা হয়েছে।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডা তাদের হালনাগাদ প্রতিবেদনে বলেছে, অব্যাহত ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইচ্ছাকৃত উৎপাদন হ্রাস অপরিশোধিত জ¦ালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। গ্যাসোলিন বাদ দিলে মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়ায় ২ দশমিক ৮ শতাংশ, যা ফেব্রুয়ারির তুলনায় কম। ফেব্রুয়ারিতে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। সংস্থাটি বলেছে, মাসিকভিত্তিতে মার্চে গ্যাসের দাম দেশের পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলে বেশি বেড়েছে।

গ্রোসারির মূল্যস্ফীতির শ্লথ গতি অব্যাহত রয়েছে। চলতি বছরের মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রোসারি মূল্যস্ফীতি বেড়েছে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ফেব্রুয়ারিতে যেখানে বেড়েছিল আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ।

সংস্থাটি আরও বলেছে, সেবার মূল্য বৃদ্ধি মার্চেও অব্যাহত ছিল, আকাশ পরিবহন ও ভাড়া যাতে ইন্ধন জুগিয়েছে। সেবার এই ব্যয় পণ্যের দামকে ছাড়িয়ে গেছে। তবে ফেব্রুয়ারির তুলনায় তা অনেকটাই কম। একই সময়ে আবাসন মূল্য সার্বিক মূল্যস্ফীতিতে অবদান অব্যাহত রেখেছে। মার্চে তা এক বছর আগের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

মার্চে মর্টগেজের সুদ ব্যয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ। একই সময়ে ভাড়া বাবদ ব্যয় মার্চে গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -

Read More

Recent